বুধবার, ০৭ মে ২০২৫, ০৭:০০ অপরাহ্ন

রংপুরে পিস্তল ম্যাগাজিনসহ দেশীয় অস্ত্র উদ্ধার

রংপুর প্রতিনিধি / ১০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

 

রংপুরের গঙ্গাচড়ায় যৌথ বাহিনীর অভিযানে কবরস্থান থেকে পরিত্যক্ত অস্ত্র উদ্ধার করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার আরাজিনিয়ামত মৌলবীবাজার এলাকায় রংপুর-গঙ্গাচড়া সড়ক সংলগ্ন একটি পাকা কবরস্থান থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৩০ বেঙ্গল অধিনায়ক লে. কর্নেল মাসুদের নেতৃত্বে গঙ্গাচড়া মডেল থানা পুলিশসহ উপজেলার আরাজীনিয়ামত মৌলবীবাজার এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এতে একটি কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি রামদা, ১টি ছুরি ও ১টি কালো রংয়ের ট্রাভেল ব্যাগের ভেতর থেকে ২টি আগ্নেয়াস্ত্র (পিস্তল) ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান বলেন, ‘উদ্ধারকৃত অস্ত্রগুলো থানা হেফাজতে রয়েছে। এ সংক্রান্ত পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ