শিরোনাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ধানমন্ডির ৩২ নম্বর ভাঙা একটি বীভৎস রকমের মববাজি: রুমিন ফারহানা প্রেমিকার বিয়ে ভাঙতে গিয়ে কারাগারে বিজিবি সদস্য এমন কোনো জায়গা নেই, যেখানে বিএনপি চাঁদা তোলে না: ফয়জুল করিম বীরগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১, আহত ১০ আবারো ইসরায়েলের সঙ্গে বড়সড় যুদ্ধে প্রস্তুতি নিচ্ছে ইরান বিএনপি নেতার নামে রাজনৈতিক মামলা, তারেক রহমানের দৃষ্টি চেয়ে স্ত্রীর সাংবাদিক সম্মেলন  আবারও ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলি বিমানবন্দর বন্ধ আমাদের আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়নি: সারজিস আলম কু‌ড়িগ্রা‌মে রাজনৈতিক অস্থিরতা, পুলিশি টহল জোরদার
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন

কুড়িগ্রামে হিট স্ট্রোকে মরছে মুরগি, খামার বন্ধের পথে অনেকেই

স্থানীয় রিপোর্ট / ১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

তীব্র গরমে হিট স্ট্রোকে ব্রয়লার মুরগির মৃত্যুতে চরম ক্ষতির মুখে পড়েছেন কুড়িগ্রামের খামারিরা। তারা অভিযোগ করেছেন, স্থানীয় প্রাণিসম্পদ কার্যালয় থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা পাওয়া যাচ্ছে না। লোকসান ঠেকাতে বাধ্য হয়ে অনেকেই খামার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। এ অবস্থায় প্রাণিসম্পদ বিভাগ উচ্চ তাপমাত্রা সহনশীল ব্রয়লার জাত পালনের পরামর্শ দিচ্ছে।

গত এক মাসেরও বেশি সময় ধরে কুড়িগ্রাম জেলায় তাপমাত্রা ওঠানামা করছে ৩৫ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তীব্র গরমে খামারে লালনপালন করা ব্রয়লার মুরগি হাঁসফাঁস করছে। অনেক মুরগির মাথা ঝুঁকে পড়ছে মাটিতে। খামারিরা ফ্যানের সাহায্যে তাপদাহ থেকে রক্ষা করার চেষ্টা করছেন।

এই অবস্থায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন জেলার ব্রয়লার খামারিরা। অসহনীয় গরমে হিট স্ট্রোকে মারা যাচ্ছে অনেক মুরগি। এমন পরিস্থিতিতেও খামারিরা বলছেন, স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তাদের কাছ থেকে পরামর্শ মিলছে না। নিজেরা উদ্যোগ নিয়ে চিকিৎসা এবং খামার ঠান্ডা রাখার নানা পদ্ধতি অবলম্বন করেও ক্ষতি কাটিয়ে উঠতে পারছেন না তারা।

খামারিরা বলেন, ‘এই তাপমাত্রায় মুরগি টিকিয়ে রাখা এখন এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফ্যান, খাবার, ওষুধ দিয়েও কাজ হচ্ছে না—হিট স্ট্রোকে মারা যাচ্ছে অনেক মুরগি।’

 

হিট স্ট্রোকে মুরগি মৃত্যুর বিষয়টি স্বীকার করেছেন প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা। কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান জানান, উচ্চ তাপমাত্রা সহনশীল একটি ব্রয়লার জাত উদ্ভাবনের চেষ্টা চলছে। আগামী বছরের মধ্যেই এই জাত বাজারে আসতে পারে। এতে খামারিরা ঝুঁকি থেকে অনেকটাই রেহাই পাবেন।

উল্লেখ্য, প্রাণিসম্পদ বিভাগের তালিকা অনুযায়ী, গত বছর জেলার ৯ উপজেলায় ২ হাজারের বেশি ব্রয়লার খামার থাকলেও বর্তমানে নানা প্রতিকূল পরিবেশে তা কমে দাঁড়িয়েছে মাত্র ৮৫৬টিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ