শিরোনাম
ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে আসা সেই রিকশাচালক জুলাই হত্যা মামলায় কারাগারে কক্সবাজার সফরে এসে হটাৎ অসুস্থ উপদেষ্টা ফারুকী, এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানো হচ্ছে ঢাকায় চাঁদা না পেয়ে প্রবাসীর কবজি কাটল কিশোরগ্যাং এর সন্ত্রাসীরা ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে-অনলাইনে পড়ে থাকতে হবে: নাসিরুদ্দিন পাটওয়ারী জাতীয় দলে অভিষেকের আগেই কোচ হলেন আকবার নবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কাউনিয়ার হারাগাছ ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত  আমাদের আসন দিয়ে কেনা যাবে না, আমরা বিক্রি হতে আসিনি।’ কক্সবাজার যাওয়া এনসিপির ৫ নেতার শোকজ প্রত্যাহার বগুড়ার গাবতলীতে জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ন

আমদানি-রপ্তানি বন্ধ, ক্ষতির মুখে ব্যবসায়ী-শ্রমিকরা

ডেস্ক রিপোর্ট / ১১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থল শুল্ক স্টেশনে টানা শাটডাউন কর্মসূচির কারণে অচল হয়ে পড়েছে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম। কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের পূর্বঘোষিত এ কর্মবিরতির ফলে স্থবির হয়ে পড়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এ স্থলবন্দর। এতে সরকার দৈনিক প্রায় অর্ধকোটি টাকার রাজস্ব ক্ষতির মুখে পড়ছে, পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী ও শ্রমিকরা।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানের অপসারণসহ বিভিন্ন দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে এ শাটডাউন ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি চলছে। এর অংশ হিসেবে শনিবার সকাল থেকে রোববার (২৯ জুন) বিকেল ৩টা পর্যন্ত বুড়িমারী স্থল শুল্ক স্টেশনে শুল্কায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা হয়।

তবে বন্দরের পুলিশ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

রোববার (২৯ জুন) সরেজমিনে দেখা যায়, বুড়িমারী কাস্টমস অফিস ও বন্দর এলাকায় নীরবতা বিরাজ করছে। ব্যস্ততম এ বন্দরে কর্মী ও পণ্যবাহী ট্রাকের দেখা মেলেনি। ভারতের বিপরীতে চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে বহু পণ্যবাহী ট্রাক অপেক্ষমাণ অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

এদিকে শুল্কায়ন না হওয়ায় বুড়িমারী বন্দরের ইয়ার্ডে ভারত থেকে আসা ১৪টি পণ্যবাহী ট্রাক এবং রপ্তানি পণ্যবোঝাই দুটি ট্রাক তিন দিন ধরে আটকে রয়েছে। ফলে পরিবহন চালক ও সহকারীরা পড়েছেন নানা দুর্ভোগে।

স্থলবন্দরের পণ্য খালাস ও বোঝাই কাজে নিয়োজিত শত শত শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। কাজ না থাকায় জীবিকা নির্বাহ নিয়ে পড়েছেন চরম অনিশ্চয়তায়।

শ্রমিক মইদুল ইসলাম বলেন, কাস্টমের লোকজন কোনো কাজ করছেন না, এজন্য গাড়িও আসছে না। বন্দরে বসে আছি, কাজ না করলে সংসার চলবে কীভাবে?

বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন কালবেলাকে বলেন, দুদিন ধরে কার্যক্রম পুরোপুরি বন্ধ। আমদানি-রপ্তানি ও সিঅ্যান্ডএফের কাজ বন্ধ থাকায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছি। দ্রুত এর সমাধান দরকার।

বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) রাহাত হোসেন কালবেলাকে বলেন, পূর্বঘোষিত কর্মসূচির কারণে শুল্কায়ন বন্ধ রয়েছে। কর্মসূচি প্রত্যাহার হলে পূর্বের মতো স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

স্থলবন্দরের এ অচলাবস্থা চলতে থাকলে সরকার যেমন রাজস্ব হারাবে, তেমনি ক্ষতিগ্রস্ত হবে সার্বিক বাণিজ্যচক্র। সংশ্লিষ্টরা দ্রুত সমস্যার সমাধান চেয়ে আশাবাদ প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ