শিরোনাম
ঢাকা বসুন্ধরায় পানির ট্যাংকে বিদ্যুৎস্পৃষ্টে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ৩ শ্রমিকের মৃত্যু কাউনিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা রংপুরের গংগাচড়ায় শিশুকে হত্যার পর বালি চাপা; র‍্যাবের অভিযানে গ্রেফতার একজন তারাগঞ্জে গণপিটুনিতে জামাই-শ্বশুর হত্যায় দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ অসমাপ্ত আত্মজীবনী’ সংকলন করে আইজিপির পদ, সহযোগীরা পেয়েছেন ফ্ল্যাট ঢাবিতে বঙ্গবন্ধুর শোক পালনকারী তারকাদের ছবিতে জুতা নিক্ষেপ করবে বিক্ষুব্ধরা কোচিং সেন্টারে পাওয়া গেল বিপুল অস্ত্র-বিস্ফোরক, ঘিরে রেখেছে সেনাবাহিনী কুড়িগ্রামে সাব-রেজিস্টারকে হত্যার পর লাশ রাখা হয় কচুরিপানার নিচে মিঠাপুকুরে বনদস্যুদের হামলায় বন কর্মকর্তা আহত টাকার বিনিময়ে তারকাদের শেখ মুজিবকে নিয়ে পোস্ট? জানা গেল আসল সত্য
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন

আমার দিকে পাথর ছুড়লে আমি তাকে ফুল দিয়ে বুকে টেনে নেব : হাসনাত

রিপোটারের নাম / ৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫

জাতীয় নাগারিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই। কেউ যদি আমার দিকে পাথর ছোড়ে, আমি তার দিকে ফুল দিয়ে বুকে টেনে নেব।

শনিবার (২৮ জুন) বিকেল ৩টায় কুমিল্লা দেবিদ্বার উপজেলার ইউছুফপুর আইডিয়াল স্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজিত পরিচিতি সভায় এ কথা বলেন তিনি।

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আপনারা যেভাবে টাইমলাইন করে ভোটের দাবি জানাচ্ছেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চাচ্ছেন, ঠিক সেভাবে টাইমলাইন করে ভোটের দাবির সঙ্গে বিচার ও সংস্কারের দাবি করুন

তিনি আরও বলেন, প্রতিহিংসার রাজনীতি থেকে অনেকেই আমার পোস্টার ছিঁড়েছেন। একটা কথা মনে রাখবেন, আল্লাহ যাকে সম্মান দেন, উপরে উঠান- তাকে কেউ টেনে ধরে রাখতে পারে না। আমাদের প্রতিহিংসার রাজনীতি থেকে দূরে সরে আসতে হবে। প্রতিহিংসার রাজনীতি, সহিংসতার রাজনীতি কখনো ভালো কিছু করে না।

এনসিপির এ নেতা বলেন, আমি দেবিদ্বারে ভেসে আসিনি, দেবিদ্বারে আমার জন্ম।

হাসনাত বলেন, আমরা জুলাই-আগস্ট অভ্যুত্থানের আগে দেখেছি, মাহফিল থেকে হুজুরদের দাড়ি টেনে টেনে নামিয়ে দেওয়া হতো, মাইক বন্ধ করে দেওয়া হতো। আপনারা দেখেছেন, দেড়শত কোটি টাকা খরচ করে এমপি হয়েছে। যে ছেলেরা রাস্তায় বুকের তাজা রক্ত দিয়েছে, তারা এমপি হতে চায় নাই, ক্ষমতা চায় নাই। তারা দেশের সংস্কার চেয়েছিল। ওরা চেয়েছিল দেশে বাক স্বাধীনতা থাকবে, ভোটাধিকার থাকবে।

প্রকৌশলী মোহাম্মদ নোমান সরকারের সভাপতিত্বে পরিচিতি সভায় আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় যুবশক্তির নেতা নাজমুল হাসান নাহিদ, পদ্মা গ্রুপের হেড অব একাউন্স অ্যান্ড ট্যাক্সেসন কামাল উদ্দিন ভূইয়া, জাতীয় নাগরিক পার্টির দেবিদ্বার উপজেলা প্রতিনিধি শামীম কাওসার, উপজেলা নাগরিক কমিটির প্রতিনিধি লতিফ মিয়া।

আরও বক্তব্য রাখেন, মো ফখরুল ইসলাম, শাহাজান সরকার, ইউসুফপুর ইউনিয়ন ছাত্র প্রতিনিধি মো. আরমান, যুব শক্তি নেতা মো. আল আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ