শিরোনাম
গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় বেরোবিতে ‘শেখ হাসিনা ফিরবে ‘ দেয়াল লিখনির প্রতিবাদে ছাত্রদলের ২৪ ঘন্টার আল্টিমেটাম ‘ইচ্ছে করেই তারা সেখানে যেতে চেয়েছে, যেনো গণ্ডগোল বাধে’ হাসনাত-সারজিসদের ফেসবুকে ট্রলকারী দিনাজপুরের এএসপি প্রত্যাহার বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি খানসামায় শ্রেণিকক্ষে বীম ধসে শিক্ষক আহত, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা তানজিদ তামিমের ক্যারিয়ার সেরা ইনিংসে ইতিহাস গড়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের। চাঁদাবাজির অভিযোগ সাবেক যুবদল নেতাকে পুলিশে দিলেন বিএনপির নেতাকর্মীরা গোপালগঞ্জে আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত ফেসবুকে ট্রল করে বিপাকে এএসপি মোসফেকুর, দিনাজপুরে বিক্ষোভ অপসারণ ও গ্রেপ্তারের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন

মামলার বাদীকে ভারতীয় নম্বর থেকে হত্যার হুমকির অভিযোগ

স্থানীয় রিপোর্ট / ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

লালমনিরহাটে ধর্ম অবমাননার অভিযোগে নরসুন্দর বাবা-ছেলের বিরুদ্ধে মামলা করায় বাদীকে ভারতীয় নম্বর থেকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মামলার বাদি মো. আবদুল আজিজ ও সাক্ষীরাও হত্যার হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছেন।

এর আগে গত রবিবার ধর্মীয় কটূক্তির অভিযোগে লালমনিরহাট শহরের গোশালা বাজারের হানিফ পাগলার মোড়ের নিজেদের দোকানের সামনে মারধর করে নরসুন্দর বাবা পরেশ চন্দ্র শীল ও ছেলে বিষ্ণু চন্দ্র শীলকে পুলিশে সোপর্দ করে বিক্ষুব্ধ জনতা। পরে তার বিরুদ্ধে মামলা করেন স্থানীয় একটি মসজিদের ইমাম মো. আবদুল আজিজ।

এ বিষয়ে বাদি আবদুল আজিজ জানান, মামলার পর থেকে তাকে এবং সাক্ষীদের বিভিন্ন নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। তাদের ইসলামী জঙ্গি আখ্যা দিয়ে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে বলে জানান তিনি। এসব হুমকি বিদেশী নম্বর থেকে দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

মামলার এক সাক্ষী বলেন, মামলার এজাহারের আমাদের নাম্বার আছে।

এজাহারটি বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ায় দেশ-বিদেশি বিভিন্ন নম্বর থেকে আমাদের কাছে ফোন আসছে। আমাদের গালিগালাজ এবং মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে।

আরেক সাক্ষী বলেন, ভারতের পশ্চিমবঙ্গের নম্বর থেকে ফোন দিয়ে আমাকে ও আমার পরিবারের সবাইকে নিয়ে খুব বাজে খারাপ মন্তব্য করে এক ব্যক্তি। আমাকে প্রচণ্ড গালিগালাজ ও হুমকি দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ