শিরোনাম
কক্সবাজার যাওয়া এনসিপির ৫ নেতার শোকজ প্রত্যাহার বগুড়ার গাবতলীতে জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ঢাকা বসুন্ধরায় পানির ট্যাংকে বিদ্যুৎস্পৃষ্টে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ৩ শ্রমিকের মৃত্যু কাউনিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা রংপুরের গংগাচড়ায় শিশুকে হত্যার পর বালি চাপা; র‍্যাবের অভিযানে গ্রেফতার একজন তারাগঞ্জে গণপিটুনিতে জামাই-শ্বশুর হত্যায় দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ অসমাপ্ত আত্মজীবনী’ সংকলন করে আইজিপির পদ, সহযোগীরা পেয়েছেন ফ্ল্যাট ঢাবিতে বঙ্গবন্ধুর শোক পালনকারী তারকাদের ছবিতে জুতা নিক্ষেপ করবে বিক্ষুব্ধরা কোচিং সেন্টারে পাওয়া গেল বিপুল অস্ত্র-বিস্ফোরক, ঘিরে রেখেছে সেনাবাহিনী কুড়িগ্রামে সাব-রেজিস্টারকে হত্যার পর লাশ রাখা হয় কচুরিপানার নিচে
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন

পীরগঞ্জে এনসিপির ৩ সদস্যের পদত্যাগ

ডেস্ক রিপোর্ট / ৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পীরগঞ্জ উপজেলা সমন্বয় কমিটি থেকে ৩ সদস্য পদত্যাগ করেছেন। বুধবার বিকেলে পীরগঞ্জ প্রেস ক্লাব হলরুমে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জিসান, বিশাল, লেলিন, মেহেদি, শাওন, শুভ, মাহিদ ও আপন উপস্থিত ছিলেন।

পদত্যাগকারীরা হলেন– তৌফিক হোসেন, মোক্তাদির কেমি ও জাহাঙ্গীর আলম জাকির।

লিখিত বক্তব্যে তৌফিক হাসান বলেন, ‘কমিটিতে এমন ব্যক্তিদের রাখা হয়েছে যাদের অতীত কর্মকাণ্ড বিতর্কিত। দলের জন্য কাজ করা, ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের উপেক্ষা করা হয়েছে। জুলাই আন্দোলনে সাহসিকতার সঙ্গে অংশ নেওয়া নারী সংগঠকদের স্থান দেওয়া হয়নি। কমিটি করার আগে কেন্দ্রীয় কমিটি জুলাই-আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারীদের সঙ্গে আলোচনা করেনি। কিছু নেতার একক সিদ্ধান্তে কমিটি হয়েছে; যারা দলের শৃঙ্খলা ও আদর্শ রক্ষা করেননি তাদেরই সমন্বয়ক পদ দেওয়া হয়েছে।

দুঃখের সঙ্গে জানাচ্ছি, এ কমিটির গঠন প্রক্রিয়া আমাদের মূল্যবোধ, নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক। তাই আমরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

গত ৫ জুন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আকতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত ২৫ সদস্যের উপজেলা কমিটি করা হয়। এতে এ এস মজনুকে আহ্বায়ক এবং রাকিব মিয়া, রাকিবুল ইসলাম রিজু ও মোদাব্বেরুল ইসলামকে যুগ্ম-আহ্বায়ক করা হয়। কমিটি প্রকাশের ২০ দিনের মাথায় তিনজন সদস্য পদত্যাগ করলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ