শিরোনাম
ঢাবিতে বঙ্গবন্ধুর শোক পালনকারী তারকাদের ছবিতে জুতা নিক্ষেপ করবে বিক্ষুব্ধরা কোচিং সেন্টারে পাওয়া গেল বিপুল অস্ত্র-বিস্ফোরক, ঘিরে রেখেছে সেনাবাহিনী কুড়িগ্রামে সাব-রেজিস্টারকে হত্যার পর লাশ রাখা হয় কচুরিপানার নিচে মিঠাপুকুরে বনদস্যুদের হামলায় বন কর্মকর্তা আহত টাকার বিনিময়ে তারকাদের শেখ মুজিবকে নিয়ে পোস্ট? জানা গেল আসল সত্য বঙ্গবন্ধুর জন্য মিলাদ করা যাবে না, এরচেয়ে মরে যাওয়া ভালো: কাদের সিদ্দিকী শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে মিলাদ আয়োজন, ইমাম-মুয়াজ্জিনসহ আটক ৩ বর্তমান সংবিধানের অধীনে নির্বাচনে যাবে না এনসিপি: হান্নান মাসউদ জাতীয় নির্বাচন: অন্তরালে দলগুলোর জোট নিয়ে দৌড়ঝাঁপ ভোট জালিয়াতি করে ২৯৩ আসন ছিনিয়ে নিয়েছিলেন শেখ মুজিব: তুষার
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ন

শ্রীলঙ্কার থেকে ১২৭ রানে এগিয়ে দিনশেষ করল বাংলাদেশ

আবু সায়েম, স্টাফ রিপোর্টার / ৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

শ্রীলঙ্কার গলে বাংলাদেশের চেয়ে ১২৭ রানে পিছিয়ে থেকে গল টেস্টের তৃতীয় দিনটা শেষ করেছে শ্রীলঙ্কা। প্রথম সেশনে ৯ উইকেটে ৪৮৪ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশের প্রথম ইনিংস থামে ৪৯৫ রানে।

শ্রীলঙ্কা প্রথম উইকেট হারায় ৪৭ রানে। অভিষিক্ত লঙ্কান ওপেনার লাহিরু উদারাকে ফিরতি ক্যাচ নিয়ে ফেরান তাইজুল ইসলাম। এরপর দিনেশ চান্ডিমালকে (৫৪) নিয়ে দ্বিতীয় উইকেটে ১৫৭ রান যোগ করেন আরেক ওপেনার পাতুম নিশাঙ্কা। নাঈম হাসান চান্ডিমালকে আউট করার পর বিদায়ী টেস্ট খেলা অ্যাঞ্জেলো ম্যাথুসকে নিয়ে ৮৯ রান যোগ করেন নিশাঙ্কা।

নিসাঙ্কাকে থামানোই যাচ্ছিল না। দারুণ সাবলীল ব্যাটিংয়ে ডাবল সেঞ্চুরি ছোঁয়ার খুব কাছে চলে যান তিনি। শেষ বিকেলে হাসান মাহমুদের দুর্দান্ত এক ডেলিভারিতে অবশেষে নিসাঙ্কাকে সাজঘরে ফেরাতে সক্ষম হয় বাংলাদেশ। দলীয় ৩৩১ রানের মাথায় ২৫৬ বলে ১৮৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে বিদায় নিয়েছেন পাথুম নিসাঙ্কা।

এরপর কামিন্দু মেন্ডিসের সাথে যোগ দেন অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। শেষ বিকেলে কামিন্দু এবং ধনঞ্জয়া চালিয়ে খেলেছেন। দ্রুত তুলেছেন রান। বাংলাদেশের লিডটাও কমিয়ে আনা গেছে তাতে। ৪ উইকেটে ৩৬৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে শ্রীলঙ্কা। কামিন্দু অপরাজিত আছেন ৫৬ বলে ৩৭ রান করে। ২৬ বলে ১৭ রান করে টিকে আছেন ধনঞ্জয়া। বাংলাদেশ এখনও এগিয়ে আছে ১২৭ রানে।

বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম, নাঈম হাসান, মুমিনুল হক এবং হাসান মাহমুদ।

আগামীকাল চতুর্থ দিনের খেলাও শুরু হবে ১৫ মিনিট আগে, সকাল সোয়া ১০টায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ