শিরোনাম
মিঠাপুকুরে জমি দখলকে কেন্দ্র করে মারামারিতে গুরুতর আহত ২ কালীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ পালিত সৈয়দপুরে মুন্সিপাড়া মহিলা কলেজ সংলগ্ন একটি বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ড. ইউনূসের সরকার চলছে শেখ হাসিনার পরামর্শে: রাশেদ খাঁন ৫ই আগস্টের পর অনেক ভুয়া সমন্বয়ককে দেখা গেছে: দুদক চেয়ারম্যান জিয়াকে হত্যায় যে শেখ হাসিনার হাত নেই, তা নিশ্চিত বলা যায় না: গয়েশ্বর জনগণ বিএনপি-জামায়াতকে ক্ষমতায় দেখতে চায় না: নুর পীরগঞ্জে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সংগঠন ছেড়ে আমার বাংলাদেশ পার্টিতে যোগদান, জামায়াত নেতা বহিষ্কার বাংলাদেশকে সমর্থন দেওয়ার অঙ্গীকার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন

ছাত্রদল নেতাকে দেয়া হলো এনসিপির পদ, কোন দুঃখে বিএনপি ছাড়তে যাব: বললেন নেতা!

ডেস্ক রিপোর্ট / ৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত কুমিল্লা জেলা সমন্বয় কমিটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। ঘোষিত কমিটির প্রধান সমন্বয়কারীর দাবি- তার সাথে আলাপ-আলোচনা ছাড়াই তাকে ওই পদ দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৭ জুন) রাতে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে কুমিল্লা জেলা কমিটির নামের তালিকা প্রকাশ করে দলটি। ওইদিন রাতেই নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করে বিষয়টি গুজব বলে আখ্যা দেন প্রধান সমন্বয়কারী আব্দুর রহিম জুয়েল। পরে ওই কমিটির তালিকা পেজ থেকে মুছে ফেলা হয়।

বুধবার (১৮ জুন) প্রধান সমন্বয়কারীর পদ পাওয়া আব্দুর রহিম জুয়েল সাংবাদিকদের বলেন, আমি ৩৫ বছর ধরে বিএনপির রাজনীতি করছি। কোন দুঃখে বিএনপি ছাড়তে যাব? এনসিপি তরুণদের দল, সেখানে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমার রাজনৈতিক ক্যারিয়ার প্রশ্নবিদ্ধ করতে এনসিপিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে পদ দেওয়া হয়েছে। আমি এ বিষয়ে কিছুই জানি না।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার ৩১ সদস্য বিশিষ্ট কমিটির নামের তালিকা প্রকাশ করে এনসিপি। এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত ওই কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে ঘোষণা করা হয় আবদুর রহিম জুয়েলের নাম। ৩১ সদস্যবিশিষ্ট ওই কমিটিতে পাঁচজনকে যুগ্ম সমন্বয়কারী এবং বাকি ২৫ জনকে সদস্য করা হয়। আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের আগ পর্যন্ত এই কমিটি অনুমোদন করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

ঘোষিত কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পাওয়া আবদুর রহিম জুয়েল একটি বিমা কোম্পানিতে কর্মরত রয়েছেন। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। ছাত্রজীবনে লাকসামের নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ ছাত্রদলের নির্বাচিত সভাপতি এবং পরবর্তীতে লাকসাম উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। এরপর নাঙ্গলকোট উপজেলা যুবদলের সহসভাপতি ছিলেন। বর্তমানে তিনি নাঙ্গলকোটে বিএনপির রাজনীতি করেন।

এ বিষয়ে জানতে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ