শিরোনাম
স্ত্রীকে নোরা ফাতেহির মতো বানাতে দৈনিক ৩ ঘণ্টা ব্যায়াম, না খাইয়ে রাখার অভিযোগ সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন সারওয়ার আলম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে: আব্দুস সালাম পিন্টু বাংলাদেশ বিমানের ১০ টায়ার চুরি, ‘বিক্রি’ হয় অন্য এয়ারলাইন্সের কাছে ঘুষের পাঁচ হাজার টাকা নিয়ে পৌরসভায় দুই কর্মকর্তার মারামারি; ভিডিও ভাইরাল হাসিনা ১৬ বছরে যা করেছে, এরা এক বছরে সেটা করছে : নুরুল হক নুর সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান মিঠাপুকুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু ইসলামের পক্ষের লোকরাই সামনের নির্বাচনে ক্ষমতায় যাবে: চরমোনাই পীর পীরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০১:১৬ অপরাহ্ন

দেবীগঞ্জে ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণিল মৌসুমী ফল উৎসব

- তাসনিম আলম, দেবীগঞ্জ (পঞ্চগড়): / ৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫

 

পঞ্চগড়ের দেবীগঞ্জে নর্থ-স্টার স্কুল অ্যান্ড কলেজে ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো বর্ণিল মৌসুমী ফল উৎসব। দেশীয় মৌসুমী ফলকে ঘিরে আয়োজিত এ উৎসব প্রাণের ছোঁয়া এনে দেয় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে।

বুধবার (১৮ জুন) সকাল ১১টায় দেবীগঞ্জ পৌরসভার মডেল মসজিদসংলগ্ন বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এ উৎসবে প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা নিজ নিজ শ্রেণিকক্ষে নানা রঙে-রূপে সাজিয়ে তোলে মৌসুমী ফলের বাহারি আয়োজন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান চৌধুরী, নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম রুহুল আমিন, সিনিয়র শিক্ষক জসিম প্রামাণিকএবং সহকারী শিক্ষক অখিল বন্ধু রায় প্রমুখ।

বিদ্যালয়ের অধ্যক্ষ শাহিনা পারভীনের সার্বিক ব্যবস্থাপনা ও শিক্ষক আবু বকর সিদ্দীকসহ অন্যান্য শিক্ষকবৃন্দের সমন্বয়ে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। সার্বিক দিকনির্দেশনায় ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান উপদেষ্টা তানবিরুজ্জামান রুবেল।

প্রতিযোগিতামূলক এ আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে শ্রেণিভিত্তিক ফল সাজানোয় সেরা দল নির্বাচন করা হয়। প্লে থেকে পঞ্চম শ্রেণির মধ্যে প্রথম স্থান অর্জন করে পঞ্চম শ্রেণি, আর দ্বিতীয় হয় তৃতীয় শ্রেণি।

ষষ্ঠ থেকে দশম শ্রেণির মধ্যে প্রথম হয় ষষ্ঠ শ্রেণি এবং দ্বিতীয় স্থান অর্জন করে  সপ্তম শ্রেণি।

এই ব্যতিক্রমধর্মী আয়োজন শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে উৎসাহ ও সৃজনশীলতা বিকাশে বিশেষ ভূমিকা রাখে। অভিভাবক, শিক্ষক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি পরিণত হয় এক উৎসবমুখর পরিবেশে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ