শিরোনাম
ছাত্রদলের সমাবেশ শুরু দুপুর আড়াইটায়, শাহবাগে জনস্রোত শুরু নীলফামারীতে জমকালো আয়োজনে শেষ হলো ‘বিতর্ক উৎসব ২০২৫’ তিস্তার পানি আবারও বিপদসীমায়, বন্যা আতঙ্কে নদী তীরবর্তী জনসাধারণ জামায়াত নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রাজধানীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার জামায়াতের শৃঙ্খলা-সততা সব রাজনৈতিক দলের অনুসরণ করা উচিত : প্রেস সচিব জুলাই হত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্যগ্রহণ শুরু, রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাবেক আইজিপি মামুন ঘুষ না দিলে এতিমের চাল বরাদ্দের আবেদন নেয়না পিআইও’র পিয়ন লিটন রংপুর অঞ্চলে পাইপলাইন স্থাপন সম্পন্ন হয়েছে, অপেক্ষা শুধু গ্যাস সংযোগের সমন্বয়ক পরিচয়ে ব্যবসায়ীকে মারধর, প্রতিবাদে দোকানপাট বন্ধের ঘোষণা
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০১:৩৪ অপরাহ্ন

বলাইরহাট-লোহাকুচি সংযোগ সড়ক ভাঙনে বিলীনের পথে 

কায়সারুল আলম সোহাগ, কালীগঞ্জ প্রতিনিধিঃ / ৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫

 

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার বলাইরহাট-লোহাকুচি সংযোগ সড়ক ভাঙনের কবলে পড়ে বিলীনের পথে ।

সরেজমিনে দেখা গেছে, মালদা নদীর ভাঙনে এ সড়কটি বিলীন হয়ে যাচ্ছে । ইতোমধ্যে সড়কটির অর্ধেকের বেশি অংশ নদীগর্ভে হারিয়ে গেছে । এতে স্থানীয়দের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে ।

স্হানীয় কয়েকজন জানান, সড়কটি বিলীন হওয়ায় বিকল্প রাস্তায় প্রায় ১৫ কিলোমিটার ঘুরে চলাচল করতে হচ্ছে। গত বছরের ভাঙনে বগুড়াপাড়া ও মালগাড়া এলাকার অন্তত ১০টি পরিবার তাদের বসতভিটা হারিয়েছে । এ বছর আবারো সেই ভয়াবহতা ফিরে আসার শঙ্কা দেখা দিয়েছে ।

স্থানীয়রা জানান, একাধিক মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রায় ১০ হাজার পরিবার রয়েছে ভাঙনের ঝুঁকিতে। নেই কোন কার্যকরী উদ্যোগ ।

রুবেল মিয়া নামে একজনের কথা হয় আমাদের এ প্রতিনিধির সাথে তিনি জানান, আগে বলাইরহাট-লোহাকুচি সড়ক দিয়ে যাতায়াত করতাম । এবার ভাঙনে সড়ক ও ব্রিজ দুটিই ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড ও জনপ্রতিনিধির গাফিলতির কারনে এ অবস্থা,তারা একাধিকবার এলাকা পরিদর্শন করলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি ।

গোড়ল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রমজান আলী বলেন, দুই বছর আগেও নদী সড়ক থেকে প্রায় ৫০০ গজ দূরে ছিল। গত বছরের ভাঙনে সড়কের অর্ধেক নদীতে চলে গেছে। দ্রুত ব্যবস্থা না নিলে বড় বিপর্যয় দেখা দিতে পারে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার রায় বলেন, গত ৪ জুন মালদার ভাঙনপ্রবণ এলাকা সরেজমিন পরিদর্শন করেছি । সেখানকার পরিস্থিতি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ