শিরোনাম
সাড়ে পাঁচ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু অভিনব কায়দায় ডাকাতি, বগুড়ায় র‍্যাবের জালে তিন আসামি গ্রেফতার দিনাজপুরে র‍্যাবের অভিযানে অবৈধ বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ এনসিপির কথায় কিছু যায় আসে না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে: উপদেষ্টা রিজওয়ানা রংপুরে নকলসহ ধরা পড়ে শিক্ষকের কারাবাস, মুক্তির পর সেই শিক্ষককে ফুলের মালা পড়ালো পরীক্ষার্থীরা! গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানির অনুমতি, কমেছে দাম ‘বাংলাদেশ সীমান্তবর্তী’ এলাকায় আগ্নেয়াস্ত্র রাখতে পারবেন ভারতীয়রা বগুড়ার শাজাহানপুরে আলামিন হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ লালমনিরহাটের যুবক বগুড়ায় ২০ বোতল ফেনসিডিলসহ আটক
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন

শপথ ছাড়াই মেয়রের ‘আসনে’ বসলেন ইশরাক!

ডেস্ক রিপোর্ট / ৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫

আদালত থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে রায় দেওয়ার পর নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করলেও দীর্ঘদিনে শপথ নিতে পারেননি বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শপথের ব্যবস্থা করতে নানা ধরনের কর্মসূচিও পালন করছেন ইশরাক হোসেন ও তার অনুসারীরা। এসব কর্মসূচিতে অংশ নিয়ে ইশরাক একাধিকবার বলেছেন, মেয়র হিসেবে শপথ পড়ানোর আয়োজন না করলে নিজেই তার কর্মী সমর্থক ও দক্ষিণ সিটির বাসিন্দাদের নিয়ে শহীদ মিনারে শপথ আয়োজন করবেন। এবার শপথ ছাড়াই মেয়রের আসনে বসে গেলেন ঢাকার প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন।

সোমবার (১৬ জুন) নগর ভবনের কনফারেন্স রুমে একটি সভা করেছেন ইশরাক হোসেন। নগর ভবনে এটিই তার প্রথম সভা। যেই সভার ব্যানারে ইশরাক হোসেনের নামের সঙ্গে ‘মাননীয় মেয়র’ লেখা রয়েছে। আর সাধারণত সভায় মেয়র যে আসনে বসেন সেখানেই তিনি বসেছেন।

জানা গেছে, নগর ভবনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে পরিচ্ছন্ন ঢাকা ও নাগরিক সেবা নিশ্চিতকল্পে এই সভার আয়োজন করা হয়।

ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। ব্যানারে তার নামের আগে ‘মাননীয় মেয়র, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন’ লেখা রয়েছে। সভায় ইশরাক হোসনকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করতে দেখা গেছে কয়েকজনকে।

এর আগে রোববার ইশরাক হোসেন আন্দোলনকারীদের সঙ্গে দেখা করে ঘোষণা দেন, জনগণের দৈনন্দিন সেবা, আমাদের তত্ত্বাবধানে চালু থাকবে। এছাড়া প্রধান ফটকে তালা দেওয়া থাকবে।

এদিকে সোমবারও ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে আবারও অবস্থান নেন তার সমর্থকরা। পরে বেলা ১১টার পর নগর ভবনে আসেন ইশরাক হোসেন।

ঘোষণা অনুযায়ী, জরুরি সেবার চালু রাখতে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন তিনি।

এদিকে শপথ ছাড়া তার এভাবে কাজ করা নিয়ে অনেকে সমালোচনা করছেন। কেউ আবার আদালতের নির্দেশের পরেও শপথ নিয়ে জটিলতা করায় সরকারের সমালোচনা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ