শিরোনাম
ঘরের ভিতর খেলছিল জুয়া, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৪ তারেক রহমানের পক্ষ থেকে জামায়াত আমিরের খোঁজখবর নিতে হাসপাতালে বিএনপির প্রতিনিধি দল মিঠাপুকুরে প্রবাসীর পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে গাইবান্ধার পলাশবাড়ীতে সাড়ে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত শাকিল আটক ছাত্রদলের সমাবেশ শুরু দুপুর আড়াইটায়, শাহবাগে জনস্রোত শুরু নীলফামারীতে জমকালো আয়োজনে শেষ হলো ‘বিতর্ক উৎসব ২০২৫’ তিস্তার পানি আবারও বিপদসীমায়, বন্যা আতঙ্কে নদী তীরবর্তী জনসাধারণ জামায়াত নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রাজধানীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার জামায়াতের শৃঙ্খলা-সততা সব রাজনৈতিক দলের অনুসরণ করা উচিত : প্রেস সচিব
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন

গাইবান্ধায় জামায়াত কর্মী হত্যায় যুবলীগ নেতা গ্রেফতার

ডেস্ক রিপোর্ট / ৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে হত্যা মামলার অন্যতম আসামি আওয়ামী যুবলীগ নেতা সোহানুর রহমান আজমকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৫ জুন) গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার (১৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

সোহানুর রহমান আজম সুন্দরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মীরগঞ্জ বালাপাড়া গ্রামের মৃত এনদা মিয়ার ছেলে।

তিনি পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এবং এক সময় ছাত্রলীগের সক্রিয় নেতা ছিলেন।

সুন্দরগঞ্জ ধানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, গত ২০১৪ সালে জামায়াত কর্মী শাহাবুল ইসলাম হত্যা মামলায় অজ্ঞাত আসামিদের একজন সোহানুর রহমান আজমকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার দীর্ঘ সাড়ে ১০ বছর পর গেল বছরের ২২ অক্টোবর নিহতের ছোট ভাই এসএম শাহজাহান কবির বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করা হয়। এছাড়া ৭৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৪০-৫০ জনকে আসামি করা হয়। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে এবার যুবলীগ নেতা সোহানুর রহমান আজমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ