রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে একজন আটক হয়েছেন। আটক ব্যক্তির নাম মো. আব্দুস সোবহান। তিনি গাজীপুরের শ্রীপুর থানার মাওনা চৌরাস্তার কেওয়া নতুন বাজার এলাকার মো. ফারুকের সন্তান।
শুক্রবার (৯ মে) বেলা ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়া ভর্তি পরীক্ষা চলাকালীন ওই ব্যক্তিকে একাডেমিক ভবন-২ এর ২০২ নাম্বার কক্ষ থেকে আটক করা হয়।
অনুসন্ধানে জানা যায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল দিনাজপুরের মো. শাহিনুর ইসলামের সন্তান মো. আজমাইন ফাইকের (রোল: ১৫৩৩৮৬)।
তবে শুক্রবার যথাসময়ে পরীক্ষা শুরু হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি আজমাইনের পরিবর্তে নবম শ্রেণি পাস সোবহান নামের একজনকে পরীক্ষা দিতে দেখে তাঁকে আটক করে পুলিশ ক্যাম্পে নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হতে পারে বলে জানিয়েছে একাধিক সংশ্লিষ্ট সূত্র।
ভুয়া পরীক্ষার্থী কক্ষে ডিউটিরত প্রধান পরীক্ষক ফারজানা জান্নাত তোষি বলেন,এডমিট কার্ড ও রেজিষ্ট্রেশন কার্ডের ছবির সাথে মিল থাকলেও উপস্থিত পরীক্ষার্থীর সাথে ছবির সাদৃশ্য ছিলো না। তাছাড়া তার রেজিষ্ট্রেশন কার্ডও ছিলো স্ক্যান করা, অরজিনাল কোন কপি ছিলো না। সেই সাথে রেজিষ্ট্রেশন কার্ডের স্বাক্ষরের সাথেও অমিল ছিলো ।
এ বিষয়ে তাকে তৎক্ষনাৎ জিজ্ঞেস করা হলে পরীক্ষার্থী বলে যে HSC পরীক্ষার পর তার নাকি মুখ পুড়ে যায়।তাছাড়া আরো কিছু অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে। পরে প্রক্টরিয়াল টিমকে বিষয়টি অবগত করা হলে তারা এসে জবাবদিহিদার জন্য পরীক্ষাকে এসে নিয়ে যায়।
এ বিষয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুর রহমান স্বপন জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ এ ইউনিটের ভর্তি পরীক্ষায় দিনাজপুরের মো. আজমাইন ফাইকের বদলে গাজীপুরের নবম শ্রেণি পাস আব্দুস সোবহান নামের এক ব্যক্তি পরীক্ষা দিতে এসে আটক হয়েছেন। নবম শ্রেণি পাস হয়েও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তিনি কীভাবে প্রক্সি দিতে এসেছেন তা নিয়ে আমরা অনুসন্ধান করছি। অবশ্য প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি বিষয়টি স্বীকার করেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে থানায় গিয়ে এই বিষয়টি নিয়ে মামলা করবে বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে গণমাধ্যমকে জানান, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের স্নাতক প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে মোট ১১টি কেন্দ্রে ২৫ হাজারের ওপর শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। সুষ্ঠু পরিবেশে প্রতিটি ভর্তি পরীক্ষা আয়োজনের জন্য এবারের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার ক্ষেত্রে উত্তরবঙ্গে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী পছন্দের কেন্দ্র হিসেবে বেরোবিকে বেছে নিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।