রংপুরের মিঠাপুকুরের রাণীপুকুর ইউনিয়নে সোমবার (২৪ মার্চ) স্বতঃস্ফূর্তভাবে ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন, রাণীপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু ফরহাদ, রানীপুকুর ইউনিয়ন বিএনপি সভাপতি মো: মোজাহিদুল ইসলাম মোজাহিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী সহ স্থানীয় জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা।
জানা যায়, সকাল ১০টা হতে শুরু হয়ে সারাদিন ব্যাপি রাণীপুকুর ইউনিয়নের প্রায় ৩৮৬৭ জন উপকারভোগী হতদরিদ্রের মাঝে ১০ কেজি করে চাল বিনামূল্যে বিতরণ করা হয়।
উপকারভোগী ৮০ উর্ধ্ব নসিমন বিবি বলেন, মোর ঘরোত চাউল নাই বাহে। এই চাউল নিয়া মোর খুব উপকার হইলো। হামার ঈদ এবার ভালো হইবে।
রাণীপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু ফরহাদ বলেন, আমরা চাই সমাজের অসহায় দরিদ্রদের মাঝে ঈদের আনন্দ বিদ্যমান থাকুক।আমি চেয়ারম্যান থাকাকালীন কাউকে ফিরিয়ে দিবো নাহ।ইউনিয়ন বিএনপি সভাপতি মোজাহিদুল বলেন আওয়ামী স্বৈরাচার আমলে জানগণ তাদের প্রাপ্য বুঝে পায় নিহ।এখন সময় এসেছে জনগণের হক জনগণকে বুঝে পাওয়ার। এই জন্য এবার বেছে বেছে ৩৮৬৭ জন হতদরিদ্রের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।