লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় তিস্তা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া কলেজ ছাত্র মেহেদি হাসান মুহিদ (২৭)-এর কোনো খোঁজ মিলছে না টানা দুই দিনেও।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের আউলিয়ার হাট এলাকায় নদীতে গোসলে নামেন মুহিদ। নিখোঁজ মুহিদ কালীগঞ্জ উপজেলা সদরের মেডিকেল মোড় এলাকার বাসিন্দা এনামুল হক এনাম মাস্টারের ছেলে।
স্থানীয়রা জানান, ওইদিন দুপুরে চার বন্ধু মিলে নদীতে গোসলে নামেন। কিছুক্ষণ পর তিনজন তীরে উঠতে পারলেও মুহিদ স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যান। স্থানীয়দের চেষ্টা সত্ত্বেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে রংপুর থেকে বিশেষ ডুবুরি দল এনে টানা দুই দিন তল্লাশি চালানো হয়। তবে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল পর্যন্ত মুহিদের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।