ঠাকুরগাঁও রাণীশংকৈলে জিনের পুতুল প্রতারণা চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার রাণীশংকৈল থানার একটি দল অভিযান চালিয়ে উপজেলার লেহেম্বা ইউনিয়নের দিহানগর এলাকার রুবেলের বাড়ী থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার তেলিপাড়া গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে, রাশেদুল ইসলাম, শফিক আল মামুন, মজিবরের ছেলে এছাব্বর আলী। একই উপজেলার গড়ের পাড়া এলাকার তাজউদ্দীনের ছেলে মানিক মিয়া ছয়ঘরিয়া এলাকার মমতাজের ছেলে ফরহাদ হোসেন ডিমলা উপজেলার ছাতনাই এলাকার রবিউল ইসলামের স্ত্রী আখি মনি।
পুলিশ জানায়, বিশেষ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জিনের পুতুল প্রতারণা চক্রের ৬ সদস্যকে স্বর্ণের রং লাগানো চারটি পুতুলসহ আটক করা হয়।
রাণীশংকৈল থানার এস আই দিদারুল মুরাদ বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা হবে। জিনের পুতুল প্রতারণা চক্রের সদস্যদের গ্রেফতারের জন্য অনেকদিন থেকেই পরিকল্পনা করা হচ্ছে। এবার তাদের হাতেনাতে গ্রেফতার করা হলো।