রংপুর জেলার মিঠাপুকুর থানায় একটি মসজিদ নির্মাণের জন্য জয় হোক মানবতার ফাউন্ডেশন এর পক্ষ থেকে স্থানীয় মুসল্লিদের হাতে ৪৮ ব্যাগ সিমেন্ট প্রদান করা হয়েছে।
এই মহৎ উদ্যোগে অর্থ দিয়ে সহযোগিতা করায় ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল শুভাকাঙ্ক্ষী ভাই-বোনদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।
এ প্রসঙ্গে ফাউন্ডেশনের পরিচালক জনাব মো: মামুন মিয়া বলেন,মানবতার কল্যাণে এগিয়ে আসা এ ধরনের কর্মকাণ্ড সমাজে ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে। আমাদের লক্ষ্য হলো ধর্মীয়, শিক্ষা ও সামাজিক খাতে মানুষের পাশে দাঁড়ানো।
জনাব মামুন মিয়া শুকুরেরহাট এলাকার কৃতি সন্তান। তিনি দীর্ঘদিন ধরে মিঠাপুকুর উপজেলায় অসহায়দের সহায়তা, শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
স্থানীয় মুসল্লিরা এ সহায়তার জন্য ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,গ্রামীণ জনপদে ধর্মীয় ও সামাজিক কাজে এ ধরনের সহযোগিতা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।
জয় হোক মানবতার ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানিয়েছেন, ভবিষ্যতেও তারা সমাজের উন্নয়নমূলক কাজে অব্যাহতভাবে ভূমিকা রাখবে।