পশ্চিম বোড়াগাড়ী চান্দিনা পাড়া নিবাসী ডোমার বালিকা বিদ্যা নিকেতন (সরলা স্কুল) প্রধান শিক্ষক ফারুকের সহধর্মিণী ছোট রাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছা: মারুফা বেগম নিলফামারী হরিতকি তলা (রামগঞ্জের মোড়) স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন । বুধবার (২৭ আগস্ট ২০২৫ ইং) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়েন। এসময় প্রধান শিক্ষকের স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় ওমর ফারুককে স্থানীয়রা উদ্ধার করে ।
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাক ও চালককে আটক করে হেফাজতে রেখেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
এই মর্মান্তিক ঘটনায় তার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।