ডিপ্লোমা প্রকৌশলীদের সাত দফা দাবি বাস্তবায়নে দাবিতে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৫ আগস্ট) বেলা ১২টায় শহরের সাহেবপাড়াস্থ সৈয়দপুর রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির নিজস্ব কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সহ-সভাপতি ডিপ্লোমা প্রকৌশলী মো. শহীদুল ইসলাম এবং সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সংগঠনটির সাধারণ সম্পাদক ডিপ্লোমা প্রকৌশলী মো. মোমিনুল ইসলাম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ডিপ্লোমা প্রকৌশলীদের সাত দফা দাবিসমূহ বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। এ সবের মধ্যে উল্লেখযোগ্য দাবিসমূহ হচ্ছে, প্রকৌশল কর্মক্ষেত্র ডেস্ক ও ফিল্ড ইঞ্জিনিয়ারিংয়ে ভাগ করে বিএসসি ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মক্ষেত্র নির্ধারণ এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সরকার কর্তৃক নির্ধারিত ১০ গ্রেডভূক্ত উপসহকারী প্রকৌশলী/সমমান পদ শুধুমাত্র বাংলাদেশ কারিগলী শিক্ষা বোর্ডের আওতাধীন পলিটেকনিক ইনস্টিটিউট হতে উর্ত্তীণ চার বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষণ অব্যাহত রাখতে হবে।
সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রকৌশল সংস্থা, বিভাগ ও বিদ্যূৎ কোম্পানির জনবল কাঠমোতে বিএসসি ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হার ১ঃ৫ রাখতে হবে। যা বর্তমানে অশুভ চক্রের কারণে ৫ঃ১ এ রূপান্তরিত করার পাঁয়তারা চলছে। সকল প্রকৌশল সংস্থায় উপ-সহকারী প্রকৌশলী হতে সহকারী প্রকৌশলী পদে বিদ্যমান ৩৩% পদোন্নতির বিধান ৫০% এ উন্নীতকরণ এবং সকল প্রকৌশল সংস্থায় প্রশাসনিক পদে প্রশাসন ক্যাডার হতে নিয়োগ প্রদান করতে হবে। মেধার অপচয় রোধে প্রকৌশলীদের কারিগরী ক্যাডার ব্যতিত অন্য ক্যাডারে নিয়োগ বন্ধসহ প্রকৌশল পেশা পরিবর্তন কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।
আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ অনুযায়ী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তির টাকা পরিমাণ বৃদ্ধি করতে হবে। উল্লিখিত দাবিগুলো ছাড়াও সাত দফার মধ্যে আরো দুইটি গুরুত্বপূর্ণ দাবি রয়েছে। সে সব দাবিও অবিলম্বে বাস্তবায়নের দাবি করা হয়েছে সংবাদ সম্মেলন থেকে। অন্যথায় আগামী কঠোর কর্মসূচির দেয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সাধারণ সম্পাদক মো. নিজামুল হক, পিডিবির পিসি পোল নির্মাণ কারখানার ডিপ্লোমা প্রকৌশলী মো. নাজমুল হোসাইন, নেসকোর ডিপ্লোমা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার আহবায়ক হোসাইন মোহাম্মদ আরমান ও সদস্য সচিব আব্দুল্লাহ্ আল মামুন বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র- শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার উপদেষ্টা ডিপ্লোমা প্রকৌশলী মো. আজিজুল ইসলাম কমল, শাহাজাহান মোল্লা, শহিদুল ইসলাম ও তহিদুল ইসলাম, রেলওয়ে, নেসকো, পাউবো, এলজিইডি, জনস্বাস্থ্যসহ বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক ডিপ্লোমা প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
পরে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র- শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার পক্ষ থেকে তাদের সাত দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি নীলফামারী জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে প্রদান করা হবে বলে উক্ত সংবাদ সম্মেলনে জানানো হয়।