দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের জিয়াখুরী গ্রামে দুর্বৃত্তরা অন্তত ১০০ লাউগাছ কেটে দিয়েছে।
রবিবার (২৪ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক রহিদুল ইসলাম এনজিও ঋণ নিয়ে এ আবাদ করেছিলেন। হঠাৎ করে ফসল নষ্ট হওয়ায় তিনি দিশেহারা হয়ে পড়েছেন।
স্থানীয় দিনমজুররা জানান, কৃষি আবাদ বন্ধ হলে তাদেরও জীবিকা হুমকির মুখে পড়বে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক রহিদুল ইসলাম বলেন, “ঋণের টাকায় আবাদ করেছিলাম, এখন সব শেষ। কীভাবে ঋণ শোধ করব জানি না।”
এ ঘটনায় কৃষক ও এলাকাবাসী দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আহমেদ বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।