সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন

হযরত মোহাম্মদ (সা:) ও মা আয়েশা’কে কটুক্তির প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ 

মাহাবুব আলম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি / ৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

ঠাকুরগাঁওয়ের দিপু রায়, রাণীশংকৈলের উপজেলার হিরা রায় ও মনি রায়  কর্তৃক মুসলমান ধর্মাবলম্বীদের প্রিয় নবী হযরত মুহাম্মদ(সা:) ও মা আয়েশা (রা.) এর  মর্যাদা ও সম্মানহানির জঘন্যতম কটুক্তি করার প্রতিবাদে বাংলাদেশ হেফাজত ইসলাম রাণীশংকৈল উপজেলা শাখার উদ্যোগে সোমবার (২৪ আগষ্ট) পৌর শহরে বিক্ষোভ মিশিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রাণীশংকৈল উপজেলা হেফাজতে ইসলামের আহব্বানে ঠাকুরগাঁও, বালিয়াডাঙ্গী, হরিপুর ও পীরগঞ্জের বাংলাদেশ হেফাজত ইসলামের নেতাকর্মীরাসহ সর্বস্তরের কয়েক হাজার তৌহিদী মুসলিম জনতা এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে।বিক্ষোভ সমাবেশ শেষে উপজেলা পরিষদের মুল ফটকের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এসময় জেলা শাখার আমির এমদাদুল হক শাহি  বলেন শুধু দিপু রায় কে গ্রেফতার করলেই হবে না।তার সহযোগী ও সমর্থক আরো দুজন রয়েছে হিরা রায় ও মনি রায় তাদেরকেও দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। এবং সর্বোচ্চ শাস্থির ব্যবস্থা করতে হবে। তা না হলে আগামী ২৪ ঘন্টার মধ্যে পুরো জেলাকে অচল করে দেয়া হবে বলে হুশিয়ারি দেন।

এসময় আরো বক্তব্য রাখেন, জেলা শাখা সাধারণ সম্পাদক  মুফতি শরিফুল ইসলাম,রানীশংকৈল উপজেলা শাখার সভাপতি মাওলানা শামসুদ্দিন, পীরগঞ্জ উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক নুরুজ্জামান,বাংলাদেশ জামায়াতে ইসলামী রানীশংকৈল উপজেলা শাখার সেক্রেটারি রজব আলী, নায়েবে আমির মিজানুর রহমান মাষ্টার,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার,রাজেকুল ইসলাম রাজু প্রমুখ।

এছাড়াও বিভিন্ন পদে থাকা কয়েক হাজার নেতা কর্মী ও মুসল্লিরা প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন।

বিক্ষোভকারী জনতা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ