শিরোনাম
তৌহিদ আফ্রিদির ৭ দিনের রিমান্ড চায় পুলিশ জাতিসংঘে একই দিনে ভাষণ দেবেন ইউনূস-শেহবাজ-মোদি নীলফামারীর কিশোরগঞ্জে ফেন্সিডিলসহ যুবক আটক ছাত্রদল নেতাদের ছবি বিকৃত করে অপপ্রচার করার অভিযোগ -দিনাজপুর প্রেসক্লাবে সম্মেলন বিএনপি ক্ষমতায় গেলে ১ কোটি লোকের কর্মসংস্থান করবেন তারেক রহমান: টুকু সব ভুলে গেলেও কুরআন ভোলেননি সুন্দরগঞ্জের মানসিক ভারসাম্যহীন হাফেজ রাশিদুল কলকাতায় মেয়েসহ বাহার আটক, ছাড়া পেল হাসিনার সহযোগিতায় কক্সবাজারে রোহিঙ্গাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেয়া হবে না: সারজিস আলম আমার স্ত্রী ৬ মাসের প্রেগন্যান্ট’, গ্রেপ্তারের পর তৌহিদ আফ্রিদি
সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০১:২৩ অপরাহ্ন

কসমেটিকস ব্যবসার আড়ালে মাদক ব্যবসা,মাদকসহ গ্রেপ্তার ১

মো. লুৎফর রহমান. হিলি (দিনাজপুর) / ৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার দামপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিচ টাপেন্টাডল’সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার পালশা ইউনিয়নের বাঁশমুড়ি দামপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন, দিনাজপুর হাকিমপুর উপজেলার রিকাবী চকচকা, মনসাপুর গ্রামের শহীদুল ইসলামের ছেলে মাহবুব আলম (৩৮)।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, মাদকদ্রব্য হিসেবে ঘোষিত ট্যাপেন্টাডল নিয়ে এক মাদক ব্যবসায়ী পার্শ্ববর্তী থানা থেকে বিক্রির উদ্দেশ্যে আসছে।

ওই সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়। সেসময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে আসামি দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে অফিসার এবং সঙ্গীয় ফোর্স তাকে আটক করে। প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি মাদক পরিবহনের কথা স্বীকার করে এবং তার দেহ তল্লাশি করে পরনের লুঙ্গির কোচ থেকে ২০০ পিচ ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। সে একটি মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন থেকে বিভিন্ন মাদক ব্যবসায়ীর নিকট সরবরাহ করে আসছে।

ওসি আরও জানান, আটক মাহবুব আলম মূলত একজন কসমেটিকস দোকানি। তবে এর আড়ালে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা ও পরিবহনের সঙ্গে জড়িত।  গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আজ সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ