শিরোনাম
আমরা চাই একাত্তরের গণহত্যার বিষয়ে পাকিস্তান মাফ চাক: পররাষ্ট্র উপদেষ্টা বিদ্যুতের তারের পর এবার রিফ্লেক্টর লাইট চুরি হয়েছে মওলানা ভাসানী সেতু থেকে রংপুর ইন্টার্ন ডক্টরস সোসাইটি নির্বাচনে বিতর্ক: ভোটার তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ সদস্য পবিত্র ঈদে মিলাদুন্নবী আগামী ৬ সেপ্টেম্বর ইউএনও’র নির্দেশে বে-আইনি ভাবে বালু উত্তোলনের গর্তে  ডুবে এক শিশুর মৃত্যু নীলফামারীর কিশোরগঞ্জে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অফিস সহায়ক পদে ছাত্রলীগ নেতার নিয়োগ নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের দাবিতে শিক্ষার্থীদের গণসমাবেশ বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি জলঢাকা উপজেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত যারাই ক্ষমতায় আসবে তারাই চুরি করবে : শবনম ফারিয়া খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ১০:২৩ অপরাহ্ন

মিঠাপুকুরে প্রশাসন কর্তৃক ভুল দাগে বাড়িঘর উচ্ছেদ, গৃহহারাদের সংবাদ সম্মেলন

মোঃ সুলতান মারজান (হৃদয়), মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি / ১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

রংপুরের মিঠাপুকুরে আদালতের নির্দেশকৃত জমিতে উচ্ছেদ অভিযান পরিচালনা না করে ভুল দাগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এতে বাড়িঘর হারিয়ে বিপাকে পড়েছেন ০৩ টি পরিবার। এঘটনায় উক্ত জমি ফেরত সহ দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং পূর্ণবাসনের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।

রবিবার (২৪-আগষ্ট) মিঠাপুকুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উচ্ছেদ অভিযানে বাড়িঘর হারানো হতদরিদ্ররা কান্নায় ভেঙ্গে পড়েন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগীরা জানান, মিঠাপুকুর উপজেলার ০২ নং রানীপুকুর ইউনিয়নের বলদিপুকুর নয়াপাড়া মৌজায় মৃত: এছার উদ্দিনের দুই পুত্র সাখাওয়াত মিয়া ও এছাহাক মিয়া, মিঠাপুকুর সিনিয়র সহকারী জজ আদালতে বলদিপুকুর নয়াপাড়া মৌজায় ২৬৪৪ দাগে, দখল স্বত্বের মামলা করেন। উক্ত মামলায় আদালত গত বছরের ৩ অক্টোবর সাখাওয়াত হোসেনকে একতরফা রায় দেন। সাখাওয়াত হোসেনকে আদালত উক্ত দাগের জমির দখল-স্বত্ব বুঝে দিতে উচ্ছেদ অভিযানের জন্য সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুলতামিস বিল্লাহকে নির্দেশ দেন। আদালতের নির্দেশ মোতাবেক ২৮ জুলাই সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ, নাজির,সার্ভেয়ার, শ্রমিক সহ ২৬৪৪ দাগে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। কিন্তু ভূলক্রমে ২৬৪৪ দাগের জমিতে উচ্ছেদ অভিযান পরিচালনা না করে ২৬৪৫ দাগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

ভুক্তভোগীদের দাবি, ২৬৪৫ দাগে তাদের ৩ টি পরিবারের ছেলেমেয়ে সহ প্রায় ১৫ টি টিনসেডের বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে। তারা বারবার উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের বোঝাতে চেয়েছিলেন তাদের বাড়িঘর ২৬৪৫ দাগে আছে। কিন্তু সেসময় তাদের কথা কেউ শোনেনি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। তারা বলেন, আমাদের মাথা গোঁজার কোনো ঠাঁই নেই। স্কুল ঘর এবং গাছতলায় আমরা বসবাস করছি। ছেলেমেয়ে সহ নিদারুণ কষ্টে দিন যাচ্ছে। আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া এক কর্মকর্তা প্রভাবিত হয়ে দায়িত্বে চরম অবহেলা করেছেন। এসময় তারা নিজেদের বাড়িঘর ফেরত সহ পুর্ণবাসনের দাবি জানান।

এবিষয়ে মিঠাপুকুর সহকারী কমিশনার (ভূমি) ও উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,মুনতামিস বিল্লাহ বলেন, আমি আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করেছি। আদালত কর্তৃক নিযুক্ত নাজির আখিরুজ্জান, এ বিষয়ে সার্ভে করেছে। এটা ভুল হলে তাদের বিষয়। ভুক্তভোগীরা চাইলে আইনি ব্যবস্থা নিতে পারে। উক্ত জমি দখলে নেয়া বাদী সাখোয়াত হোসেন বলেন, আমাকে যেটা জমি বুঝে দেছে এটাই আমার। ভুল শুদ্ধ বুঝিনা,তারা চাইলে মামলা করে আসুক। তারপূর্বে কেউ আসলে তার লাশ পড়বে।

মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার, মোঃ জিল্লুর রহমান বলেন, এটা জজ কোর্টের সাভেয়ার ও নাজির দাগ নির্ণয় করেছে। তারা ভুল জায়গায় সার্ভে করেছে।এটা তাদের ভুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ