পঞ্চগড়ের দেবীগঞ্জে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অধিদপ্তরের সহকারী পরিচালক এ.এস.এম মাসুদ উদ দৌলার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, দেবীগঞ্জ উপজেলায় নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে বর্ধিত মূল্য তালিকা না রাখা, অস্বাস্থ্যকর পরিবেশ, লাইসেন্সবিহীন কার্যক্রম, ডায়াগনস্টিক সেন্টারে রিএজেন্ট এলোমেলোভাবে সংরক্ষণসহ নানা অনিয়মের প্রমাণ মেলে।
এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় স্কয়ার ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, ৪৫ ধারায় সাফিয়া ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, ৪০ ধারায় মুম ডায়াগনস্টিক সেন্টারকে ৬ হাজার টাকা ও লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে পঞ্চগড় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ.এস.এম মাসুদ উদ দৌলা বলেন, আমরা নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে অভিযান চালিয়েছি। সেখানে বেশ কিছু অনিয়ম ধরা পড়ায় জরিমানা করা হয়েছে এবং তাদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এসব অনিয়ম অব্যাহত থাকলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।