দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাফিক বিভাগ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে বিশেষ চেকপোস্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে যানবাহনের বৈধ কাগজপত্র ও নিরাপত্তা সরঞ্জাম না থাকায় মোট ১২টি মামলা দেওয়া হয় এবং ৫১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
আজ শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার পল্লীবিদ্যুৎ সমিতির সাব-জোনাল অফিস সংলগ্ন সিএনজি পাম্পের সামনে এ অভিযান পরিচালিত হয়। এতে বাস, মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা, প্রাইভেটকার ও মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। এসময় ড্রাইভিং লাইসেন্স ছাড়া ৪টি, হেলমেট ছাড়া ৭টি এবং রেজিস্ট্রেশন না থাকায় ১টি মামলা দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন মারজিউল হক সাফিন এবং ট্রাফিক পুলিশের টিএসআই (ট্রাফিক সার্জেন্ট ইনচার্জ) আবুল কালাম আজাদ। তারা যানবাহনের বৈধ কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি চালকদের নিরাপত্তা সরঞ্জাম, বিশেষ করে হেলমেট ব্যবহার নিশ্চিত করার বিষয়ে কঠোর নজরদারি চালান।
অভিযান শেষে তারা জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের পাশাপাশি সেনাবাহিনীর সহায়তায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।