দিনাজপুরের হাকিমপুর হিলিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগষ্ট) সকালে হাকিমপুর উপজেলা জামায়াতের উদ্যোগে দলীয় কার্যালয়ে এই যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
হাকিমপুর উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ মীর শহীদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ সাইদুল ইসলাম সৈকত।
আরও বক্তব্য রাখেন,হাকিমপুর উপজেলা আমীর মাওলানা আমিনুল ইসলাম, সাবেক আমীর মোঃ তাজুল ইসলাম ,উপজেলা সেক্রেটারী মোঃ জাহিদুল ইসলাম, হাকিমপুর পৌর যুব বিভাগের সভাপতি আহমেদ আরাফাত হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন এবং পৌরসভার যুব বিভাগের বিভিন্ন নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, আগামীর সংসদ পরিচালিত হবে কোরআনের আইন দারা। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীককের বিজয় নিশ্চিত করতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে।ন্যায় ও ইনসাফ ও জবাবদিহিতা মূলক রাষ্ট্র গঠনে যুবকদের এগিয়ে আসার আহবান জানানো হয়।