শিরোনাম
শিক্ষককে গলা ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দিল বিএনপি-ছাত্রদল এবার ৩৫ বছরের নারীকে বিয়ের দাবিতে অনশনে বসেছে ৭৫ বছরের বৃদ্ধ দুই দশক পর বিটিভিতে ফিরতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি’ বগুড়ায় মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার অনুমোদন বাতিলের আহবান বগুড়ায় সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ টিমের অভিযানে ৬টি হাতবোমা উদ্ধার ও ধ্বংস র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে ২৪৫ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার বিদেশে পাচার হওয়া ৪০ হাজার কোটি টাকার সম্পত্তির ‘তথ্য’ হাতে পেলেন প্রধান উপদেষ্টা একদিকে ভারতের সর্বনাশ, আরেকদিকে বাংলাদেশের ‘পৌষ মাস’ মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন গ্রেপ্তার বগুড়ায় বিএনপি নেতার বাড়িতে প্রবাসীর স্ত্রীর বিয়ের দাবিতে অনশন
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন

বগুড়ায় মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার অনুমোদন বাতিলের আহবান

বগুড়া প্রতিনিধিঃ / ২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল সংলগ্ন মাঠে “বৈষম্য বিরোধী গণমাধ্যম আন্দোলন” নামের একটি সংগঠনের ব্যানারে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার অনুমোদনের বিরুদ্ধে সাংবাদিক সংগঠনগুলো তীব্র প্রতিবাদ জানিয়েছে।

রবিবার এক যৌথ বিবৃতিতে বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস ও সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদ, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক কাউছার উল্লাহ আরিফ, বগুড়া স্পোর্টস রিপোর্টার এসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল ও সাধারণ সম্পাদক এইচ আলিম এবং বগুড়া টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আজিজুল হাকিম রুমন ও সাধারণ সম্পাদক শাহ আলম শেখ মুক্তার স্বাক্ষর করেন।

বিবৃতিতে তারা জানান, গত ১৫ আগস্ট মেলার অবকাঠামো নির্মাণের উদ্বোধনের মাধ্যমে বিষয়টি প্রকাশ পায়। কিন্তু মেলার অনুমোদনের ক্ষেত্রে সাংবাদিকদের বৃহৎ সংগঠন বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নকে পাশ কাটানো হয়েছে। এতে তারা গভীর ক্ষোভ ও নিন্দা জানান।

নেতৃবৃন্দ বলেন, স্থানীয় প্রশাসন সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গে কোনো পরামর্শ ছাড়াই মেলার অনুমোদন দিয়েছে। এই আয়োজনকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতির দায় প্রশাসন ও সংশ্লিষ্ট সংগঠনকে নিতে হবে।

তারা অবিলম্বে মেলার অনুমোদন বাতিল ও অবকাঠামো নির্মাণ কাজ বন্ধের দাবি জানান। অন্যথায় যৌথভাবে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ