শিক্ষকের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন গঙ্গাচড়া উপজেলার কলাগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও সহকর্মীরা। অবসর গ্রহণ করলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন পারভীন। বৃহস্পতিবার বিকেলে তাকে রাজকীয় আয়োজনের মাধ্যমে বিদায় জানানো হয়।
জানা গেছে, ১৯৯০ সালে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন গজঘন্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ১৯৯৫ সাল থেকে কলাগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। দীর্ঘ ৩৫ বছরের শিক্ষকতা জীবনের মধ্যে ৩০ বছর কাটিয়েছেন এই বিদ্যালয়ে।
বিদায় অনুষ্ঠানে অংশ নেন বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী ও অভিভাবকরা। লাল গালিচা বিছিয়ে ফুল দিয়ে বরণ করে মঞ্চে তোলা হয় প্রিয় শিক্ষককে।
প্রাক্তন শিক্ষার্থী মমিনুর ইসলাম বাবু বলেন, তিনি ছিলেন আলোর পথপ্রদর্শক ও আদর্শ শিক্ষক। তার সততা, ত্যাগ ও নেতৃত্ব আজীবন প্রেরণা হয়ে থাকবে।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মারুফ হোসেন জানায়, ম্যাডাম শাসন করতেন, আবার ভালো করলে আদরও করতেন। ম্যাডাম চলে যাচ্ছেন, এতে খুব কষ্ট লাগছে।
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, নাসরিন পারভীন রাজনৈতিক বা আঞ্চলিক দলাদলির ঊর্ধ্বে ছিলেন। তিনি সবার কাছে একজন আদর্শ শিক্ষকের প্রতীক হয়ে থাকবেন।
বিদায়ী সংবর্ধনায় প্রধান শিক্ষক নাসরিন পারভীন কণ্ঠ ভারী হয়ে বলেন, তোমাদের এই ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমি চলে যাচ্ছি, কিন্তু মন থাকবে এই বিদ্যালয় আর তোমাদের সাথেই।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন প্রধান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শায়লা জেসমিন সাঈদ ও উপজেলা প্রাইমারি এডুকেশন রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর সুফিয়া কামাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক সফিয়ার মো. জাকিউল আলম স্বপন।
অনুষ্ঠান শেষে ফুল দিয়ে সাজানো গাড়িতে করে বিদ্যালয় ত্যাগ করেন নাসরিন পারভীন। এসময় শিক্ষক, শিক্ষার্থী ও উপস্থিত সবার চোখে জল নেমে আসে।