রংপুরের মিঠাপুকুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দু’জন গুরুতর আহত হয়েছেন। এসময় বাড়িঘরে ব্যাপক হামলা,লুটপাট এবং ভাংচুর চালানোর অভিযোগ উঠেছে । আহতদের মধ্যে একজন মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এবং অপরজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানা গিয়েছে।
রবিবার (১১ আগষ্ট) দুপুরে মিঠাপুকুর উপজেলার মির্জাপুর লাট কৃষ্ণপুর গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে আজাদ মিয়া(৫২) নামে একজনের অবস্থা আশঙ্কাজনক ।
ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে পাশ্ববর্তী হযরতপুর ইউনিয়নের সেরুডাঙ্গা ছোটপাড়া গ্রামের মৃত-খরিজ মিয়ার পুত্র রাজা মিয়া (৫৫) সঙ্গে আজাদ মিয়ার দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এই ঘটনাকে কেন্দ্র করে (সোমবার) সকাল আনুমানিক সাড়ে এগারোটার সময় রাজা মিয়ার নেতৃত্বে তার ছেলে নাজমুল হোসেন,মুহিদ হাসান সহ ৫/৬ জন,আজাদ মিয়ার বাড়িতে হামলা চালান। এসময় অভিযুক্তরা আজাদ মিয়াকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি ছুরিকাহত করেন। এতে আজাদ মিয়ার মাথা এবং শরীরের বিভিন্ন অংশে গভীর ক্ষতের সৃষ্টি হয়। বাবাকে বাঁচাতে গেলে ছেলে শাহাদাত হোসেন বাবুকেও এলোপাতাড়ি মারপীট করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় বাসিন্দা তুহিন মিয়া এবং সাত্তার আলী জানান, আকস্মিক হামলা করে অভিযুক্তরা চলে যায়। মূহুর্তেই আজাদ মিয়ার বাড়িঘর ভাংচুর এবং লুটপাট করা হয়। দেশীয় অস্ত্র থাকায় আমরা কেউ আগানোর সাহস পাইনি। অভিযোগের বিষয়ে রাজা মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে,তিনি নিজেকে আহত দাবি করে,পরে যোগাযোগ করবেন বলে জানান।
এ বিষয়ে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।