লালমনিরহাটের কালীগঞ্জে “প্রযুক্তি নির্ভর যুবশক্তি অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ পালিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ জাকিয়া সুলতানা। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সেহাব উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবেদা খাতুন, মৎস্য কর্মকর্তা মোবাশ্বির হোসেন, উত্তরণ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবু সায়েম মোঃ ফরহাদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আলমগীর হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে সফল আত্মকর্মীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। পরে ৬ জন যুবক-যুবতীর মাঝে মোট ৩ লাখ ৭০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর।