গাজীপুরে প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ ও দোষীদের দ্রুত বিচারের দাবিতে লালমনিরহাটের কালীগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাব চত্বরে কর্মরত সাংবাদিক এবং সচেতন নাগরিকদের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।
কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও যমুনা টেলিভিশনের লালমনিরহাট জেলা প্রতিনিধি আনিছুর রহমান লাডলার সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, মফস্বল সাংবাদিক সোসাইটি ও বাংলাদেশ প্রেসক্লাবের বিভিন্ন টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দায়িত্ব পালনের সময় তুহিনকে নির্মমভাবে হত্যা করা সাংবাদিক সমাজের জন্য চরম আঘাত এবং রাষ্ট্রের জন্য লজ্জাজনক ঘটনা। তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিটিভি জেলা প্রতিনিধি আলতাফুর রহমান আলতাফ, দৈনিক মুক্তির সম্পাদক নুর আলমগীর অনু, ডিবিসি জেলা প্রতিনিধি নিয়াজ আহম্মেদ সিপন, স্টার নিউজ প্রতিনিধি সাব্বির আহম্মেদ লাভলু, সবুজ নিশান জেলা প্রতিনিধি ওসমান গনি, ইন্ডিপেন্ডেন্ট টিভি প্রতিনিধি মাহফুজ রহমান, বাংলাদেশ মিডিয়া প্রতিনিধি মোসলেম উদ্দিন রনি, ভোরের চেতনার উপজেলা প্রতিনিধি আলামিন বাবু,ডিআরবি নিউজের কালীগঞ্জ প্রতিনিধি এ কে এম কায়সারুল আলম,দাবানল পত্রিকার প্রতিনিধি রাজু মিয়া দুখুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।