দিনাজপুর জিলা স্কুলের উদ্যোগে শহীদ আবু সাঈদ ও মুগ্ধ স্মরণে আয়োজিত আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে শুরু হয় টুর্নামেন্টের সমাপনী আয়োজন।
খেলার উদ্বোধন করেন দিনাজপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দিন আল আজাদ এবং জিলা স্কুলের প্রধান শিক্ষক ও টুর্নামেন্ট কমিটির সভাপতি আবুল কাশেম।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় নবম শ্রেণির ‘সি’ শাখা ও দশম শ্রেণির ‘বি’ শাখা। নির্ধারিত সময় শেষে ১-১ গোলে ড্র হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৩-০ গোলে বিজয়ী হয় নবম শ্রেণির ‘সি’ শাখা।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম হাবিবুল হাসান, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ আবু সাঈদ ও মুগ্ধের স্মরণে আয়োজিত এই টুর্নামেন্ট শুধু ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি শিক্ষার্থীদের মাঝে মানবিকতা, নেতৃত্বগুণ এবং সহনশীলতা গড়ে তোলার একটি চমৎকার উদ্যোগ।
অনুষ্ঠান শেষে বিদ্যালয় মাঠে ওষুধী বৃক্ষরোপণের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, দিনাজপুর জিলা স্কুল কর্তৃক প্রতিবছর এই আন্তঃশ্রেণি টুর্নামেন্ট আয়োজন করা হয়, যা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।