আজ সকাল ০৯.৩০ ঘটিকায় নীলফামারী জেলা শহরস্থ কলেজ স্টেশনের আনুমানিক ৩০০ গজ উত্তরে রেল লাইনের উপর চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনা গামী “রূপসা এক্সপ্রেস” ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মো: রফিকুল ইসলামের স্ত্রী মোছাঃ বেগম মৃত্যুবরণ করেন। নিহত বেগমের বাড়ি নীলফামারীর কুন্দুপুকুর ইউনিয়নের পাটকামুড়ি গ্রামে।
এসময় নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি দল ও সৈয়দপুর রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই নারীকে উদ্ধার করে হেফাজতে নেন। বর্তমানে মরদেহটি সৈয়দপুর রেলওয়ে পুলিশের হেফাজতে আছে এবং আইনগত প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে বলে জানা যায়।