২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার প্রতিবাদে লালমনিরহাটের কালীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে তুষভান্ডার বাজার ও উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি কালীগঞ্জ উপজেলা শাখা সভাপতি মোঃ শাহীনুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ শাহ্ জামাল, কাকিনা শান্তি নিকেতনের অধ্যক্ষ আহসানুল কবির ফিরোজসহ অন্য শিক্ষক নেতারা।
বক্তারা বলেন, একই বয়স ও পাঠ্যক্রমে শিক্ষালাভ করেও কেবল সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে, যা শিক্ষাক্ষেত্রে চরম বৈষম্যের উদাহরণ। তারা দ্রুত এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানান এবং সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।
মানববন্ধন শেষে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানার মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।