শিরোনাম
দেশ যেভাবে চলছে, জনগণ সন্তুষ্ট নয়, ক্ষুব্ধ: শফিকুর রহমান ঝলসানো ছোট্ট শরীরে পানি দিয়েছি আর কেঁদেছি’ নীলফামারীর জলঢাকায় নিজ এলাকায় মাহেরীন চৌধুরীর দাফন সম্পন্ন তত্ত্বাবধায়ক সরকার প্রধান নিয়ে বিএনপি-জামায়াতের প্রস্তাব, এনসিপিসহ অন্যান্য দলের ভিন্নমত নিঃস্বার্থ সমাজকল্যাণ যুব সংঘের উদ্যোগে নিশ্চিন্তপুরে জনবহুল রাস্তার সংস্কার দিনাজপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ: বোর্ডে তালা, মহাসড়ক অবরোধ আর্থিক সহযোগিতা চেয়ে প্রধান উপদেষ্টার পেজের পোস্ট সরিয়ে ফেলা হয়েছে কলেজের পেছনের গেট দিয়ে মাইলস্টোন ছাড়লেন দুই উপদেষ্টা কালীগঞ্জে ৫ লক্ষ টাকার মাছ বিষ প্রয়োগে নিধন! সচিবালয়ের ভেতরে ঢুকে পড়া শিক্ষার্থীদের লাঠিচার্জ, আহত অন্তত ১৫
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন

শিক্ষিকা মেহেরীন নিজের জীবন বাজি রেখে শিক্ষার্থীদের বাঁচিয়েছেন

আসিফ ইশতিয়া লিওন নীলফামারী জেলা প্রতিনিধি / ১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

নীলফামারীর জলঢাকার বগুলাগড়ী স্কুল এন্ড কলেজের সভাপতি ও বিমান বিধ্বস্তের ঘটনায় ২০ জন শিক্ষির্থীকে বাচিয়ে নিজের জীবন উৎসর্গ করা রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকার মাহেরীন চৌধুরীর গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।

মঙ্গলবার (২২জুলাই)সকালে জলঢাকা উপজেলার বগুলাগাড়ী রাজারহাট এলাকার চৌধুরি পাড়ায় তার গ্রামের বাড়িতে গিয়ে এমন চিত্র দেখা যায়। এসময়ে তার বাড়িতে আত্মীয় স্বজন ও এলাকাবাসী ভীর করেন।

মাহেরীন চৌধুরী জলঢাকা উপজেলার বগুলাগাড়ী রাজারহাট চৌধুরি পাড়া এলাকার মৃত মহিতুর রহমান চৌধুরীর মেয়ে ও দুই সন্তানের জননী। মাহেরীন চৌধুরী সাবেক রাষ্টপতি জিয়াউর রহমানের ভাতিজি।তিনি পরিবার নিয়ে ঢাকার উত্তরার একটি বাসায় বসবাস করতেন।

জানা যায়, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নি দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। ওই ভয়াবহ মুহহূর্তে অন্তত ২০ জন শিক্ষার্থীকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিজে প্রাণ হারিয়েছেন শিক্ষিকা মাহেরীন চৌধুরী।

মাহেরীন চৌধুরীর চাচা রিকো চৌধুরী বলেন, শিক্ষিকা মেহেরীন চৌধুরী ছোট বেলা থেকে খুবই ভালো স্বাভাবিকের ও মেধাবী শিক্ষার্থী ছিলো। তিনি নিজ এলাকার উন্নয়নে বিভিন্ন সময়ে কাজ করেছেন।তিনি এলাকার শিশু সন্তানদের পড়ালেখা করতে সহায়তা করতেন।তার হঠাৎ এভাবে মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি তার পরিবার নিয়ে ঢাকায় থাকেন এখানে গ্রামের বাড়িতে তার আত্মীয় স্বজন আছেন।

আমরা তার মরদেহ দাফনের প্রস্তুতি নিচ্ছি। মেহেরীন চৌধুরীকে তার পারিবারিক কবরস্থানে দাফন করার প্রস্তুতি চলছে।

বগুলাগাড়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বহুবার রহমান ঢাকা পোস্টকে বলেন, শিক্ষিকা মেহেরীন এলাকার জন্য চলো ছড়িয়েছনেন। তিনি ঢাকায় চাকরি করার পাশাপাশি সবসময়ই এলাকার খোঁজ খবর নিতেন। তিনি আমাদের এলাকার উন্নয়নে আর্শিবাদ ছিলেন। শিক্ষিকা মেহেরীন বিরীরে মত নিজের জীবন বাজি রেখে শিক্ষির্থীদের রক্ষা করেছেন তিনি শিক্ষক সমাজের আর্দশ। আমরা তার মৃত্যুতে গভীর ভাবে শোকাহত আমরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ