রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে(বেরোবি)শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক পরিচ্ছন্ন রাজনীতি গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেরোবি শাখা সদস্য ফরম বিতরণ কর্মসূচী পালন করেছেন।
আজ(২০জুলাই) রবিবার বিকাল ৩ টা থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ফরম বিতরণ কর্মসূচী পালন করেন। নেতাকর্মীদের উপস্থিতিতে প্রায় ১০০ এর মতো সদস্য ফরম বিতরণ করেন।
এ সময়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এম এম মিসা,যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো: আদনান,তাজুল ইসলাম খান।
কর্মী সম্মেলন প্রোগ্রামে সভাপতির দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক আল আমিন,ও সঞ্চালনায় সদস্য সচিব রাশেদ মন্ডল।
বেরোবি শাখা ছাত্রদলের উদীয়মান নেতা রিফাত হোসেন রাফি বলেন, বিগত ফ্যাসিস্ট আমলের কথা মনে পরলে আজও গা শিউরে ওঠে। সুদূর ৩৫০ কিলোমিটার দূর থেকে এসে বিশ্ববিদ্যালয়ে একটিবারের জন্যও একা মনে হয়নি, শাখা ছাত্র দলের আহ্বায়ক আল আমিন ভাই আমাদের শুধু নেতা নয় উনি অভিভাবক হিসেবে মতো আগলে রেখেছে, কিন্তু তার বিদায়ের কথা আসলে হৃদয়ে কষ্টের ঝর উঠে যায়, ছাত্রলীগের নির্যাতনে দিনগুলোতে তিনি আমাদের পাশে থেকেছে। তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ব্যানারে জাতীয়তাবাদের শক্তি প্রতিষ্ঠা করেছে।
কর্মী সম্মেলনের শেষে বেরোবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আল আমিন বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে সদস্য ফরম বিতরণ করা হচ্ছে। আমাদের উদ্দেশ্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী বান্ধব, পরিচ্ছন্ন ছাত্ররাজনীতি এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা। এখানে রাজনীতি সচেতন শিক্ষার্থীরা, যারা ছাত্রদলের রাজনীতি করতে চায়, তারা সানন্দে সদস্য ফরম গ্রহণ করছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদে সহ-সভাপতি এম এম মুসা বলেন, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে ৩৮টি টিম করে ছাত্রদের মাঝে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি কাজ করছে৷ তার ধারাবাহিকতায় ছাত্রদল বেরোবিতে সদস্য ফরম বিতরণ কর্মসূচি পালন করছে৷ প্রতিষ্ঠার পর থেকে ছাত্রদল দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে৷ ফরম বিতরণ মাধ্যমে শিক্ষার্থীদের জাতীয়তাবাদী ছাত্রদলের পতাকাতলে স্বাগতম জানাচ্ছি।