দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলায় ২৪ এর (জুলাই-আগষ্ট) গণ-অভ্যুত্থানে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের আশু সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহ ফিল করেছে উপজেলা ও পৌর ছাত্রদল।
শনিবার (১৯ জুলাই) বিকেল পাঁচটার দিকে বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
হাকিমপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফরিদ খান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, সাংগঠনিক সম্পাদক হযরত আলী সরদার, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, রিপন আহমেদ, উপজেলা যুবদলের দলের যুগ্ম আহবায়ক মোঃ আরমান আলী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ হোসেন, পৌর ছাত্রদলের আহবায়ক রেজওয়ান প্রধান রিমন, সদস্য সচিব রিয়েন সহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা গত ২৪ এর জুলাই ও আগষ্টে যাদের জীবনের বিনিময়ে ফেসিস আওয়ামী সরকারের হাত থেকে মুক্তি পেয়ে নতুন স্বাধীন দেশ পেয়েছে তাদের রুহের মাগফেরাত কামনা করেন। সেই সাথে ওই সময় যারা আহত ও পঙ্গু তাদের আশু সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়েছে।