শিরোনাম
জেলের ছদ্মবেশে অ্যাসিড নিক্ষেপ মামলার আসামিকে ধরল পুলিশ ভিডিওর কমেন্ট থেকে নম্বর নিয়ে পরিচয়, ২২ দিনেই বিয়ে; ব্যতিক্রমী ভালোবাসার গল্প প্রতিবন্ধী মাহফুজ-ইনায়ার কোটালীপাড়ায় আ.লীগের ১৬৫৫ নেতাকর্মীকে আসামি করে মামলা, গ্রেপ্তার ১২ চাঁদা দাবির অভিযোগ প্রমাণ হওয়ায় কুড়িগ্রামের সেই জামায়াত নেতা বহিষ্কার কালীগঞ্জে গাঁজাসহ জামাই-শ্বশুর গ্রেপ্তার একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২৪ জুলাই, বাড়ছে ফি ট্রেনের ৩২ লাখ টাকা ভাড়া অগ্রিম পরিশোধ করেছে জামায়াত, নিয়মের ব্যত্যয় ঘটেনি বেরোবির ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ লাল কাপড়ে ঢেকে দিলেন শিক্ষার্থীরা সরকার এক দলকে কোলে নিয়ে আছে, আরেক দলকে কাঁধে জামায়াতের জাতীয় সমাবেশে আমন্ত্রণ পেয়েছে বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০২:৩১ পূর্বাহ্ন

কালীগঞ্জে গাঁজাসহ জামাই-শ্বশুর গ্রেপ্তার

কায়সারুল আলম সোহাগ, কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি / ১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নে বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ এক সাবেক ইউপি সদস্য ও তাঁর জামাতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় গাঁজা বহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোভ্যান জব্দ করা হয়।

পুলিশ জানায়, বুধবার রাত ১১টা ১৫ মিনিটে কালীগঞ্জ থানাধীন মালগাড়া গ্রামে রফিকুল ইসলাম ওরফে রফিকুল মেম্বার (৫০)-এর বাড়ির বারান্দায় এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে গোড়ল তদন্ত কেন্দ্রের এসআই মোস্তাকিম ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

অভিযানে বারান্দায় রাখা একটি হলুদ রঙের ব্যাটারিচালিত অটোভ্যানের যাত্রী আসনের নিচে খোদাই করে লুকানো অবস্থায় ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মালগাড়া গ্রামের মৃত খোদা বক্সের ছেলে, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম এবং তাঁর জামাতা মো. রুবেল মিয়া। তাদের ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নম্বর-২৭) দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত মূল গাঁজার মালিক পলাতক রয়েছে। তাঁর বিরুদ্ধেও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

গোড়ল তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মোস্তাকিম ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা এ অভিযান পরিচালনা করেছি। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ