শিরোনাম
বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় আস-সুন্নাহ ফাউন্ডেশন ঠাকুরগাঁওয়ে বৃক্ষরোপণ প্রকল্প ২০২৫ অনুষ্ঠিত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মৌন মিছিল ও দোয়া  প্রকাশ্যে চাপাতি হাতে ব্যাগ কেড়ে নিয়ে পুলিশের সামনে দিয়ে গেল, দাঁড়িয়ে দেখলো মানুষ রংপুরে তিন ব্যাংকের নিরাপত্তা গার্ডের কাছে ভুয়া অস্ত্রের লাইসেন্স ও অবৈধ আগ্নেয়াস্ত্র; গ্রেফতার ২, পলাতক ১ হাসিনা সরকার কখনোই কল্পনা করেনি যে রাজনীতির বাইরে থাকা তরুণরাই একদিন সামনে এসে দাঁড়াবে ইমামদের নিয়োগ ও বরখাস্ত সরকারি নীতিমালা অনুযায়ী হতে হবে: ধর্ম উপদেষ্টা কালীগঞ্জে সেনা অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার বেরোবিতে ‘শেখ হাসিনা ফিরবে ‘ দেয়াল লিখনির ঘটনায় তদন্ত কমিটি গঠন দুই শতাধিক বাসে সমাবেশে যোগ দেবেন রংপুরের জামায়াত নেতাকর্মীরা সমাবেশ উপলক্ষে ৩ জোড়া ট্রেন ভাড়া করল জামায়াত
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন

পঞ্চগড় জেলা ছাত্রশিবিরের নতুন নেতৃত্বে রাশেদ ও মুহিব

- পঞ্চগড় জেলা প্রতিনিধি / ৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পঞ্চগড় জেলা শাখার ২০২৫ সেশনের জন্য নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) সকালে জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে এ কমিটি ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় বিতর্ক বিষয়ক সম্পাদক আসাদুল ইসলাম।

নতুন কমিটিতে জেলা শিবিরের সভাপতির দায়িত্ব পেয়েছেন সদ্য সাবেক সেক্রেটারি রাশেদ ইসলাম। তার পরামর্শে সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মোহিবুল্লাহ মুহিব, যিনি পূর্বে জেলা শিবিরের অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সমাবেশে নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারিকে দলীয় শপথ পাঠ করান কেন্দ্রীয় নেতা আসাদুল ইসলাম।

সদ্য বিদায়ী জেলা সভাপতি জুলফিকার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন ও সেক্রেটারি দেলোয়ার হোসেন,

শিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক অহিদুল ইসলাম আকীক। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের শিবির-জামায়াত নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

নবনির্বাচিত সভাপতি রাশেদ ইসলাম পঞ্চগড় নুরুন আলা নুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী এবং সেক্রেটারি মোহিবুল্লাহ মুহিব সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় ফিকাহ বিষয়ে কামিল শ্রেণিতে অধ্যয়ন করছেন।

সমাবেশের সমাপনী অধিবেশনে সংগঠনের সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন শিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক অহিদুল ইসলাম আকীক। এ সময় নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারি আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে (৬ জানুয়ারি) জুলফিকার রহমানকে সভাপতি ও রাশেদ ইসলামকে সেক্রেটারি করে শুরুর কমিটি গঠন করা হয়েছিল। তবে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী বছর মাঝামাঝিতে এ নেতৃত্বে রদবদল আনা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, সদ্য বিদায়ী সভাপতি জুলফিকার রহমান শিগগিরই শিবিরের কেন্দ্রীয় জনশক্তি হিসেবে দায়িত্ব পালন শুরু করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ