গ্রেপ্তারকৃতের নাম সোহেব আক্তার। বুধবার(১৬ জুলাই) রংপুর জেলার তারাগঞ্জ হাট থেকে তাকে গ্রেপ্তার করে তারাগঞ্জ থানার একটি দল।
তারাগঞ্জ থানার এসআই হাসিনুর জানান, তারাগঞ্জ থানার একটি দল গোপন তথ্যের ভিত্তিতে গতরাতে জালনোট সরবরাহকারি চক্রের সদস্য সোহেব আক্তার (২৭)কে গ্রেপ্তার করে। এ সময় ৮ হাজার ১২০ টাকার জালনোট জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সোহেব আক্তার জানান,সে একটি সংঘবদ্ধ জালনোট সরবরাহ চক্রের সদস্য । এই চক্রটি দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বাংলাদেশী বিভিন্ন মূল্য মানের টাকার জালনোট অনলাইনে একটি জালনোট প্রস্তুতকারী চক্রের কাছ থেকে ক্রয় করে রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার মার্কেট সাধারণ মানুষদের সাথে প্রতারণা করে তা আসছে।
প্রতারক সোহেব আক্তারের পরিচয় জানা গেছে, সে সৈয়দপুর পৌরসভার শেরে বাংলা মহল্লার শামীম আক্তারের ছেলে।
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সোহেব আক্তার স্বীকার করেন যে তিনি জালনোট প্রতারক চক্রের সদস্য।