লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আজ( ১৭ জুলাই) ‘জুলাই গণঅভ্যুত্থানের ভূমিকা ও আইন শৃঙ্খলা অবনতি এবং মব তৈরির প্রতিবাদ’ শীর্ষক এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপি আহবায়ক ও ৫ নং চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম । তিনি তার বক্তব্যে গণঅভ্যুত্থানের ইতিহাসের গুরুত্ব তুলে ধরেন এবং দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষায় সকলের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সভাপতি হিসেবে উপস্হিত ছিলেন কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জি এম তানভীর সাবু ।তিনি বলেন, “আইন শৃঙ্খলা রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং অবৈধ মব গঠন ও সহিংসতা প্রতিহত করতে কঠোর মনোভাব গ্রহণ করতে হবে।”
স্থানীয় নেতৃবৃন্দ ও শতাধিক সাধারণ জনগণ সমাবেশে অংশগ্রহণ করেন এবং শান্তি ও শৃঙ্খলা রক্ষায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সমাবেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আগামী দিনে শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠায় আরও ব্যাপক উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।