বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে নীলফামারী জেলা যুবদলের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে নীলফামারী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে যুবদল নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা যুবদলের সভাপতি এএইচএম সাইফুল্লাহ রুবেল। তিনি বলেন, “দেশে গুপ্তচর ভিত্তিক রাজনৈতিক দলগুলো যুবদল ও তারেক রহমানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার ছড়াচ্ছে। যারা এসব গুজব ছড়াবে, তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী। তিনি বলেন, “মাত্র ৪০, দিনের একটি রাজনৈতিক দল আজ তারেক রহমান সম্পর্কে মিথ্যাচার করে যাচ্ছে। এইসব অপচেষ্টার জবাব আমরা রাজপথেই দেব।”
এসময় উপস্থিত ছিলেন জেলার ছয় উপজেলার যুবদল এবং পৌর যুবদলের নেতাকর্মীরা। বিশেষ করে ডোমার উপজেলার নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি চোখে পড়ে।
ডোমারের যুবদল কর্মী শরিফুজ্জামান শিমু বলেন, “দেশনায়ক তারেক রহমানকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। সাধারণ মানুষ এবং যুবদল সবাই এর কঠোর জবাব দেবে।”
সমাবেশ শেষে নতুন দায়িত্বপ্রাপ্ত জেলা বিএনপির সাধারণ সম্পাদক এএইচএম সাইফুল্লাহ রুবেলকে ছয় উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।