শিরোনাম
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ৩০, আটক ৭ গোপালগঞ্জে কারফিউর সময় আরও বাড়ল ভারতে বাংলায় কথা বললেই ‘বাংলাদেশি ট্যাগ’ দিয়ে গ্রেপ্তার, তৃণমূলের বিক্ষোভ সন্ত্রাসীদের গ্রেপ্তার না করলে গোপালগঞ্জে লং মার্চ : নাহিদ গোপালগঞ্জে নিহত চারজনের ময়নাতদন্ত ছাড়াই দাফন ও সৎকার সম্পন্ন শহীদ আবু সাঈদের মাকে নিয়ে কটূক্তি, পুলিশ সদস্য প্রত্যাহার ‘দলবদ্ধ ধর্ষণের’ শিকার তরুণীর আত্মহত্যার চেষ্টা, স্বেচ্ছাসেবক ও শ্রমিক দল নেতাসহ গ্রেপ্তার ৪ রাণীশংকৈল হাসপাতালের জরুরি বিভাগে ডায়াগনিস্টিক সেন্টারের দালালের ভিড়  মাদ্রাসার মাঠে ধানের বীজ বপন, অভিযুক্ত জামায়াত নেতা আল্লাহর আইন মানার জন্য ছাত্রদল নেতার ‘পদত্যাগ’
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৭:০২ অপরাহ্ন

খানসামায় শ্রেণিকক্ষে বীম ধসে শিক্ষক আহত, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা

ভুবন সেন, দিনাজপুর  / ৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের বেলপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদানের সময় ছাদের বীম ধসে পড়ে এক শিক্ষক আহত হয়েছেন। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে শিক্ষার্থীরা।

বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের শিক্ষক ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করছিলেন শিক্ষক মো. শহিদুল ইসলাম। হঠাৎ ছাদের একটি বীম ধসে পড়ে তাঁর পায়ে আঘাত লাগে। বিকট শব্দে শ্রেণিকক্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীরা দৌঁড়ে বাইরে চলে আসে। তবে সৌভাগ্যবশত কেউ গুরুতর আহত হয়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আবুল খায়ের জানান, বিদ্যালয় ভবনটি বহু পুরোনো ও দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে কক্ষ সংকটে ঝুঁকি নিয়ে শ্রেণি কার্যক্রম চালানো হচ্ছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির তালুকদার বলেন, এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ ও নতুন ভবন নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। তবে এখনো বরাদ্দ পাওয়া যায়নি। বিষয়টি আবারও তাগাদা দেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, ঘটনাটি অপ্রত্যাশিত ও উদ্বেগজনক। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে এমন ঘটনার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ করে একটি নতুন ও নিরাপদ ভবন নির্মাণ করা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ