আন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনার ক্ষেত্রে প্রশাসনের কোনো গাফিলতি প্রমাণিত হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ার করে বলেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন, এবং যদি তারা কোনো রাজনৈতিক তৎপরতা চালায়, তাহলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বুধবার (১৬ জুলাই) বিকেলে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ড. আসিফ নজরুল বলেন, “আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তাদের বিচার কার্যক্রম সম্পূর্ণভাবে চলছে। আমরা প্রথম থেকেই বলে আসছি, ‘মব’ ও বিশৃঙ্খলার বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। যারা দীর্ঘদিন সরকারে থেকে প্রশাসনকে নিজেদের মতো করে ব্যবহার করেছে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর।”
তিনি আরও বলেন, “শেখ হাসিনার সরকার দেশটিকে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে। এখন আমাদের দায়িত্ব সেই ধ্বংসস্তূপের ভেতর থেকে ধীরে ধীরে রাষ্ট্রকে গড়ে তোলা। আমরা জনগণের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই সামনে এগিয়ে চলেছি।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আন্তর্বর্তীকালীন সরকারের পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এবং বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।