ভারত থেকে ফেসবুকে ভিডিও প্রকাশ করে পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোয়েল রানা এবং উপ-পরিদর্শক (এসআই) ফারুক রানাকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন আওয়ামী লীগ কর্মী বিমল কুমার রায় ওরফে নেদা।
সোমবার (১৫ জুলাই) এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিমল কুমার রায় নেদা নিজেকে দেবীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ কর্মী হিসেবে পরিচয় দেন। সরকারের পরিবর্তনের পর থেকে বিমল কুমার রায় ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকেই বিভিন্ন সময় ফেসবুকে ভিডিওর মাধ্যমে নানা বক্তব্য দিচ্ছেন।
ভিডিওতে দেখা যায়, তিনি দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যক্তিগত ও কটূক্তিমূলক বক্তব্য দেন এবং ‘দেখে নেওয়ার’ হুমকি দেন।