পঞ্চগড়ের দেবীগঞ্জে নিষিদ্ধ জাটকা ইলিশ বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ২০ কেজি জাটকা ইলিশ জব্দ করে স্থানীয় দুটি এতিমখানায় বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর সাড়ে ১২টায় পৌর সদরের দেবীগঞ্জ বাজারের মৎস্য আড়তে বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসান।
অভিযানে জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে তাপস রায় নামে এক মৎস্য ব্যবসায়ীকে ১৯৫০ সালের মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনের ৪ ধারা অনুযায়ী দুই হাজার টাকা জরিমানা এবং বিক্রির জন্য রাখা ২০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে জব্দকৃত ইলিশ মাছ দেবীগঞ্জ শিশু সদন এবং আলহেরা এতিমখানা মাদ্রাসায় বিতরণ করা হয়।
এবিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসান বলেন, নিষিদ্ধ সময়ে জাটকা ধরা, সংরক্ষণ ও বিক্রি দণ্ডনীয় অপরাধ। জাটকা ইলিশ বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা এবং ২০ কেজি মাছ জব্দ করা হয়েছে। ইলিশের প্রজনন সুরক্ষায় প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে দেবীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মন এবং দেবীগঞ্জ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।