ঢাকার মিটফোর্ড এলাকায় পাথর মেরে ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা,চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে কুড়িগ্রামের চিলমারীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) বিকেলে ‘সাধারণ ছাত্র-জনতার’ ব্যানারে এ বিক্ষোভ মিছিল হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
শনিবার বাদ আসর থানাহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামন থেকে ছাত্র-জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এলএসডি মোড় এলাকায় সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা পাথর দিয়ে মানুষ হত্যার মতো বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানান। তারা বলেন, দেশজুড়ে ক্রমবর্ধমান চাঁদাবাজি, সংঘবদ্ধ অপরাধী চক্রের দৌরাত্ম্য, ক্ষমতার প্রতি সীমাহীন লোভ ও বিচারহীনতার সংস্কৃতিই এ ধরণের নৃশংসতার মূল কারণ।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়া চাঁদাবাজি সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। সামান্য ঘটনাকে কেন্দ্র করে মবের মতো ঘটনা প্রায়শ ঘটছে, যা সভ্য সমাজের জন্য লজ্জাজনক।
সমাবেশে বক্তব্য রাখেন,মো.হযরত আলী,বদরুজ্জামান, রাশেদুল ইসলাম,মোতালেব রহমান, মাহমুদুল হাসান, আলামিন, মনিরুজ্জামান লিটন প্রমুখ।