শিরোনাম
ঢাকা মিটফোর্ডের নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বেরোবিতে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ পাথর মেরে ব্যবসায়ী হত্যা, শাস্তি দাবি করে একই লেখা পোস্ট করলেন রাকিব-নাছির বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ আ. লীগের খুনের দায় হাসিনার ওপর বর্তায়, তেমনি বিএনপির দায় আপনার ঘাড়ে মিটফোর্ড হাসপাতালের সামনে খুনের ঘটনায় আরও ২ জন গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ১৩৮ জন হাসপাতালে ভর্তি হাকিমপুর থানায় সর্বোচ্চ নাম্বার পেয়েছে শিক্ষক পরিবারের সন্তান ও সাংবাদিকের ছেলে রক্তিম আত্মহত্যায় মারা যাওয়া বেরোবি ছাত্রী টুম্পার ‘সুইসাইড নোট’ থেকে মিলেছে চারজনের নাম আগামীর আন্দোলন দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে: নাহিদ ইসলাম পাথর মেরে হত্যার ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
শনিবার, ১২ জুলাই ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন

হাকিমপুর থানায় সর্বোচ্চ নাম্বার পেয়েছে শিক্ষক পরিবারের সন্তান ও সাংবাদিকের ছেলে রক্তিম

মো. লুৎফর রহমান,হিলি (দিনাজপুর) / ৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার শিক্ষক পরিবারের সন্তান ও সাংবাদিকের ছেলে মোঃ শাহরিয়ার আলমাস রক্তিম গোল্ডেন এ প্লাস সহ জিপিএ ৫ পেয়েছে। সেই সাথে হাকিমপুর থানার সর্বোচ্চ নাম্বার পেয়েছে মোঃ শাহরিয়ার আলমাস রক্তিম। তাঁর প্রাপ্ত নাম্বার ১২০৩। সন্তানের এমন সাফল্যে আনন্দে ভাসচ্ছে পরিবারের সদস্যরা।

রক্তিম এর বাবা গোলাম রব্বানী সহকারী শিক্ষক রিকাবী চকচকা আলিম মাদ্রাসা ও দৈনিক সময়ের আলো হিলি প্রতিনিধি এবং স্থানীয় হিলি প্রেসক্লাবের সভাপতি।

অন্য দিকে মা নার্গিস পারভীন, সহকারী শিক্ষক, কোকতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

রক্তিম উপজেলার ডলি মেমোরিয়াল স্কুল থেকে বিজ্ঞান বিভাগে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে।

১০ জুলাই সারাদেশে প্রকাশিত এসএসসি ও সমমানের ফলাফল- এ হাকিমপুর উপজেলায় সর্বোচ্চ নাম্বার পেয়েছে শাহরিয়ার আলমাস রক্তিম।

হিলি ডলি মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ মাজহারুল ইসলাম মানিক বলেন, শাহরিয়ার আলমাস রক্তিম ছিলেন অত্যন্ত মেধাবী শিক্ষার্থী। সে ক্লাসের সবচেয়ে ভালো ছিলো। চলতি এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস সহ থানায় সর্বোচ্চ নাম্বার পেয়েছে রক্তিম। তার সাফল্যের জন্য স্কুলের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভ কামনা করছি।

তিনি আরও বলেন, তিল তিল করে গড়ে তোলার চেষ্টা করতেছি এই প্রতিষ্ঠানকে। প্রতি বছরের ন্যায় এবারের ও থানা শীর্ষে আমাদের প্রতিষ্ঠান। এবারে হাকিমপুর উপজেলায় মোট জিপিএ ৫ পেয়েছে ৩০ জন শিক্ষার্থী তার মধ্যে ১৮ জন শিক্ষার্থী আমাদের ডলি মেমোরিয়াল স্কুলের।

ছেলের সাফল্যে গর্বিত শিক্ষক ও সাংবাদিক গোলাম রব্বানী বলেন, আমি প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ! আমি পেশায় একজন শিক্ষক পাশাপাশি সাংবাদিকতা করি। আমার সহধর্মিণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকা। স্কুলের শিক্ষককের পাশাপাশি রক্তিমের মা এর অক্লান্ত প্রচেষ্টা এবং নিজ মেধাতে এসএসসিতে গোল্ডেন এ প্লাস জিপিএ-৫ অর্জন করেছে। সেই সাথে থানায় সর্বোচ্চ নাম্বার পেয়েছে রক্তিম।

শাহরিয়ার আলমাস রক্তিম বলেন, আল্লাহর শুকরিয়া আদায় করছি। মা-বাবা সহ সবার দোয়া ও শিক্ষকদের সঠিক পরামর্শ মেনে পড়াশোনা করায় গোল্ডেন এ প্লাস সহ জিপিএ-৫ পেয়েছি।সেই সাথে থানায় সর্বোচ্চ নাম্বার পেয়েছি। আমার জীবনে শ্রেষ্ঠ শিক্ষক হচ্ছে আমার মা।

রক্তিম ভবিষ্যৎ জীবনে উচ্চ শিক্ষা অর্জন করে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায়। সে সকলের দোয়া প্রার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ