শিরোনাম
আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করলেন এ টি এম আজহারুল ইসলাম ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে মাদরাসা পড়ুয়া দুই ভাইয়ের মৃত্যু জামায়াতে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব নিতে চায়: গোলাম পরওয়ার হাসিনার মতো ফেরাউনের ৩৬ দিনে পরাজয় হবে কেউ কি আগে ভেবেছিল? বিশ্বের প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া হবু পুত্রবধূর ভাইরাল নাচের ভিডিও দেখে বিয়ে ভেঙ্গে দিলেন পাত্রের বাবা পীরগঞ্জে জমির কলা কাঁটাকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবক নিহত। গণহত্যার বিচার এবং সংস্কারের মধ্যদিয়ে দেশে গণতন্ত্র নিশ্চিত করব: নাহিদ যুবদল নেতার নেতৃত্বে হোটেলে ঢুকে নারীদের ওপর হামলা ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি নিয়ে প্রশ্ন, পরীক্ষা বাতিল
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন

৭ দিন ধরে খোঁজ মিলছে না এসএসসি ফলপ্রার্থী রিয়ামনির

স্থানীয় রিপোর্ট / ২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

রংপুরের পীরগাছায় মায়ের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে ৭ দিন ধরে নিখোঁজ জাকিয়া সুলতানা রিয়ামনি (১৫) নামে এক এসএসসি ফলপ্রার্থী। সে গত ২৪ জুন থেকে নিখোঁজ রয়েছে। রিয়ামনি উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের নটাবাড়ি গ্রামের গোলাম রব্বানীর মেয়ে।

নিখোঁজের পারিবারিক সূত্রে জানা গেছে, রিয়ামনি এবার পীরগাছার নোবেল রেসিডেন্সিয়াল মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। পরীক্ষার পর সে এইচএসসিতে সায়েন্সে পড়বে বলে রংপুর শহরের একটি কোচিংয়ে ভর্তি করিয়ে দিতে তার মায়ের কাছে বায়না ধরে। মেয়েটির মা তাকে এসএসসির রেজাল্টের পর কোচিংয়ে ভর্তি করে দেবেন বলে আশ্বাস দিলেও সে তাতে রাজি হচ্ছিল না।

এ বিষয়কে কেন্দ্র করে গত ২৪ জুন সকালে মা ও মেয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় রিয়ামনির মা রেগে গিয়ে তার দিকে একটা আয়না ছুড়ে মারে। এ ঘটনাকে কেন্দ্র করে ওই দিন সকাল ১১টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে সে বাড়ি থেকে অভিমান করে বের হয়ে যায়। তখন থেকে আজ পর্যন্ত তার খোঁজ মেলেনি।

পরে তার পরিবারের লোকজন সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে না পেয়ে এক পর্যায়ে গত ২৫ জুন পীরগাছা থানায় সাধারণ ডায়েরি করেন। এখনো তারা খোঁজাখুঁজি অব্যাহত রেখেছেন। মেয়েটির কেউ খোঁজ পেলে নিকটস্থ থানায় জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে পীরগাছা থানার ওসি (তদন্ত) মো. নাহিদ হোসেন কালবেলাকে বলেন, নিখোঁজ মেয়েটির পরিবার সাধারণ ডায়েরি করেছে। মেয়েটিকে উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ