শিরোনাম
যুবলীগের সাধারণ সম্পাদক নিখিলের ব্যবসা দেখভাল করেন যুবদল নেতা মাওলানা ভাসানী সেতুতে বৈদ্যুতিক তার চুরি: মামলা দায়ের, অন্ধকারে দুর্ভোগ বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে এক চুক্তি ও চার সমঝোতা স্মারক সই দুর্ভিক্ষ এলে উপদেষ্টারা হাঁস খেতে পারলেও জনগণ পারবে না: রিজভী সব নির্বাচনে মাঠে থাকবে সেনাবাহিনী, থাকবে ম্যাজিস্ট্রেসি ও পুলিশি ক্ষমতাও ছেলেরা ইসলামিক পড়াশোনা করে তাই চলচ্চিত্র ছেড়ে দেবেন অনন্ত জলিল ‘৫ আগস্ট ঘটিয়েছে কালো শক্তি’ ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ বাঁচানোর হুড়োহুড়িতে আহত বহু মানুষ দেশ যে কে চালাচ্ছে, কেউ বলতে পারছি না: জিএম কাদের পীরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৬০০ পিস ইয়াবা ও ৮৭ হাজার নগদ টাকা সহ নারী ব্যবসায়ী গ্রেফতার।
রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০২:৩০ অপরাহ্ন

‘৫ আগস্ট ঘটিয়েছে কালো শক্তি’

ডেস্ক রিপোর্ট / ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

যারা ৫ আগস্ট ঘটিয়েছে, সেই কালো শক্তির নাম হলো জামায়াতে ইসলাম বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। তিনি বলেছেন, ‘সার্জিস আলমরা যারা এর অভিনয় করেছে, এটার অভিনেতা যারা ৫ আগস্টের অভিনেতা—আমি তাদেরকে আর নেতা বলতে চাই না, তাদেরকে আমি অভিনেতা বলব।

একটি গণমাধ্যমের টকশোতে অংশ নিয়ে এসব কথা বলেছেন ফজলুর রহমান। তিনি বলেন, ‘আমি তাদের আর নেতা বলতে চাই না, তাদেরকে আমি অভিনেতা বলব। মানুষ বুঝে গেছে, এরা হলো রাজাকারের বাচ্চা। তারা টাকা-পয়সার মাধ্যমে তরুণ সমাজের একটা অংশকে যেকোনোভাবে কনভেন্স করে। নির্বাচন হলে বিএনপি দুই-তৃতীয়াংশ সিট পেয়ে ক্ষমতায় আসবে আল্লাহর রহমতে।’

কিন্তু যারা ৫ আগস্ট ঘটাইছে কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামায়াতে ইসলাম’ মন্তব্য করে তিনি বলেন, ‘তাদের যে অগ্রগামী শক্তি হলো, তা ইসলামী ছাত্রশিবির। যাকে সার্জিস আলমরা যারা এটার অভিনয় করেছে, এটার অভিনেতা যারা ৫ আগস্টের অভিনেতা—আমি তাদেরকে আর নেতা বলতে চাই না, তাদেরকে আমি অভিনেতা বলব।’

ফজলুর রহমান বলেন, ‘সেই আল বদর, আল শামস, জামায়াতে ইসলাম—আমরা মনে করেছিলাম ৫৪ বছরে তাদের পূর্বপুরুষের গ্লানি তারা ভুলে গেছে। কিন্তু না, আরও দ্বিগুণ আকারে সেই গ্লানিটা তাদের মধ্যে এসেছে। যে কারণে এই যে ৫৪ বছর আজকে আমি বলতে চাই, তারা চক্রান্ত করে এই দেশে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে।’

তিনি আরও বলেন, ‘প্রতিষ্ঠার পেছনে জাতীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। সে ষড়যন্ত্রের বহিঃপ্রকাশে এমন একটা শক্তি হিসেবে দাঁড়াইছে। তাদের অর্থ-বিত্ত-শক্তি সব কিছু আছে। তারা টাকা-পয়সার মাধ্যমে তরুণ সমাজকে যেকোনোভাবে আজকে একটা শক্তি নিয়ে সামনে আসছে। সারা বাংলাদেশে এখন এসিল্যান্ড থেকে ইউএনও, ওসি থেকে এসপি এবং ডিসি—যা আছে, উপরে সচিব পর্যন্ত—বাংলাদেশের সমস্ত প্রশাসন তারা দখল করেছে।’

ফজলুর রহমানের ভাষ্য, ‘বাংলাদেশের ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, শেয়ার মার্কেট, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন—সবকিছু তারা দখল করেছে। তারা এখন মনে করছে, আমরা তো একটা আনঅফিসিয়াল ক্ষমতায় আছি। কিন্তু অফিসিয়াল ক্ষমতায় আমরা জীবনেও যেতে পারব না। কারণ ভোটের গণনায় আমরা আগে ছিলাম ৭ শতাংশ। এখন গেলে আরও এক পারসেন্ট কমবে।’

মানুষ বুঝে ফেলছে, এরা হলো রাজাকারের বাচ্চা মন্তব্য করে ফজলুর রহমান আরও বলেন, ‘৫৪ বছর পরেও তারা রাজাকারের সেই কুকীর্তি ভুলে নাই, তার প্রতিশোধ নিতে চাই। সে কারণে তারা নির্বাচনে যেতে চায় না। নির্বাচনে যেতে চায় এভাবে, যদি বিএনপিকে ধ্বংস করতে পারে সামনে। কারণ বিএনপি এখন তাদের সামনে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে ভোটের বেলায়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ